৪১৯ হজযাত্রী নিয়ে হজযাত্রা শুরু
- আপডেট সময় : ০১:১৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪
- / 64
ছেড়ে গেল চলতি মৌসুমের হজের প্রথম ফ্লাইট। বৃহস্পতিবার (৯ মে) সকাল ৭টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে ৪১৯ হজযাত্রী নিয়ে যাত্র শুরু করে।
বিমানের প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করেছেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক। এ সময় তিনি বিমানে হজযাত্রীদের প্রতি দায়িত্বশীল আচরণে আহ্বান জানান।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আজ প্রথম দিনে সাতটি ফ্লাইট ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিনটি ছাড়াও সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাসের দুটি করে ফ্লাইট রয়েছে।
এ বছর ৮৫ হাজার ২৫৭ জন বাংলাদেশি হজ পালনের উদ্দেশে সৌরি আরব যাচ্ছেন। এরমধ্যে বিমান ৪২ হাজার ৬২৯ জন হজযাত্রীর পরিবহন করবে।
হজের আগে ৯ মে থেকে ১০ জুন চালু থাকবে ফ্লাইট।
এর আগে বুধবার (৮ মে) রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এবারের হজ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র হজ অনুষ্ঠিত হবে আগামী ১৬ জুন। ২০২৪ সালের হজে বাংলাদেশ থেকে ৮৫ হাজার ২৫৭ জন হজযাত্রী হজ পালন করবেন।
নিউজটি শেয়ার করুন