শেয়ারের দরপতন চলছেই
- আপডেট সময় : ১০:০৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪
- / 76
দেশের দুই শেয়ারবাজারে দর পতন চলছেই। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক কমেছে ৫৮ পয়েন্ট। লেনদেন হয় ৫২৬ কোটি টাকা। দর হারিয়েছে ৭৬ ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে ১০৪ পয়েন্ট।
বুধবার দিনের শুরু থেকেই পরতে থাকে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক। প্রথম ৩৫ মিনিটে প্রধান সূচক কমে ৭০ পয়েন্ট। এরপর সূচক কিছুটা বাড়লেও দিন শেষে ডিএসইএক্স সূচক কমেছে ৫৮ দশমিক ২২ পয়েন্ট। অবস্থান ৫ হাজার ৫১৫ পয়েন্টে। এছাড়া কমেছে ডিএস ৩০ ও শরিয়াহ ভিত্তিক সূচক।
ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয় ৫২৬ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে ১৩৮ কোটি ৩ লাখ টাকা।
হাতবদলে অংশ নেওয়া ৩৯৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ৭৬ ভাগ প্রতিষ্ঠানের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৬১টি, কমেছে ৩০১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ার দর।
সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম আলিফ ইন্ডাস্ট্রিজ, দ্বিতীয় ই–জেনারেশন, এবং তৃতীয় অবস্থানে ওরিয়ন ইনফিউশন।
শতাংশের দিক থেকে দর বৃদ্ধিতে প্রথম রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড, দ্বিতীয় রিলায়েন্স ইন্স্যুরেন্স এবং তৃতীয় মুন্নু সিরামিক।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে ১০৪ দশমিক পাঁচ ছয় পয়েন্ট। লেনদেন হয় ১৩ কোটি ৬০ লাখ টাকার শেয়ার।
নিউজটি শেয়ার করুন