শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ
- আপডেট সময় : ০৯:৩২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪
- / 58
আজ ১৭ মে শুক্রবার আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। তিনি ১৯৮১ সালে আজকের দিনে বিদেশের নির্বাসন থেকে দেশে ফেরেন।
দিবসটি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করবে আওয়ামী লীগ ও সমমনা সংগঠনগুলো। দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর বাণীতে বলেন, ‘স্বাধীন বাংলাদেশের রূপকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে দেশে প্রত্যাবর্তন করে আমাদের সোনার বাংলার স্বপ্ন দেখিয়েছেন, আর তাঁরই সুযোগ্য উত্তরসূরি গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৮১ সালে দেশে প্রত্যাবর্তনের পর বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পন্ন করে তাঁর সেই স্বপ্ন বাস্তবায়নে নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছেন। শেখ হাসিনার নেতৃত্বে এরই মধ্যে আমরা পেয়েছি ডিজিটাল বাংলাদেশ এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতেও সক্ষম হব, ইনশাআল্লাহ।’
১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে একদল বিপথগামী সেনা সদস্য। এ সময় বিদেশে অবস্থান করায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। তারা ভারতে আশ্রয় নেন। সেখানেই প্রায় ছয় বছর নির্বাসিত জীবন কাটান শেখ হাসিনা।
বঙ্গবন্ধুকে হারিয়ে আওয়ামী লীগের নেতৃত্বও বিভাজিত হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে ১৯৮১ সালের ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাঁকে সভাপতি নির্বাচিত করা হয়।
সে সময়ে জিয়াউর রহমানের সরকার বঙ্গবন্ধুকন্যাকে স্বদেশে প্রত্যাবর্তন করতে না দিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এসব উপেক্ষা করেই ১৯৮১ সালের ১৭ মে স্বদেশে ফেরেন শেখ হাসিনা।
আওয়ামী লীগের কর্মসূচি : শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগ। সকাল ৯টায় গণভবনে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বিনিময়। বিকেল সাড়ে ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে আলোচনাসভা অনুষ্ঠিত হবে।আলোচনাসভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।
দেশব্যাপী মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানে দেশব্যাপী বিশেষ প্রার্থনা কর্মসূচি পালন হবে। বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের সব মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় মিরপুর ব্যাপ্টিস্ট চার্চ (৩/৭-এ সেনপাড়া, পর্বতা, মিরপুর-১০)-এ খ্রিস্টান সম্প্রদায়, সকাল ১০টায় রাজধানীর মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বৌদ্ধ সম্প্রদায় এবং সকাল সাড়ে ১১টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে হিন্দু সম্প্রদায় প্রার্থনাসভার আয়োজন করেছে।
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের ‘তুমি দেশের, তুমি দশের’ শীর্ষক শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শোভাযাত্রা শুরু হয়ে ভিসি চত্বর-শহীদ মিনার হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। এরপর সমাবেশ অনুষ্ঠিত হয়।
নিউজটি শেয়ার করুন