রামপুরায় অটোরিকশা চালকদের সড়ক অবরোধ
- আপডেট সময় : ১১:৫০:২২ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪
- / 75
রাজধানীর রামপুরা সড়ক অবরোধ করেছে অটোরিকশা চালকরা। এতে ওই এলাকায় তীব্র যানজট তৈরি হয়েছে। রাজধানীতে অটোরিকশা চালানোর দাবিতে গতকাল দিনভর সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার পর আজও বিক্ষোভ অব্যাহত রেখেছে অটোরিকশা চালকরা।
সোমবার (২০ মে) সকাল সাড়ে ৯ টার দিকে রামপুরা এলাকা অবরোধ তারা।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান জানান, সোমবার সকালে অটোরিকশা চালানোর দাবিতে চালকরা সড়কে নামেন। এখন পর্যন্ত তারা সড়ক অবরোধ করে রেখেছে। তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে, রোববার (১৯ মে) সকাল থেকে রাজধানীর মিরপুর-১, মিরপুর-১০ ও আগারগাঁও এলাকার সড়কের একাধিক স্থানে অবস্থান নেন চালকরা। পরে দুপুর থেকে রাজধানীর কালশী এলাকায় তাণ্ডব চালায় অটোরিকশা চালকরা। একপর্যায়ে তারা বিকেলের দিকে কালশী মোড়ে অবরোধ করে আগুন ধরিয়ে দেয়।
এ সময় তারা বিভিন্ন পরিবহনের একাধিক বাসে ভাঙচুর করেন। এছাড়া, সর্বশেষ কালশী মোড়ে অবস্থিত ট্রাফিক পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয় আন্দোলনরত অটোরিকশা চালকরা।
নিউজটি শেয়ার করুন