সংবাদ শিরোনাম ::
তুরাগ এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, এক লাইনে বন্ধ ট্রেন চলাচল
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১০:১৫:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪
- / 70
ঢাকাগামী তুরাগ এক্সপ্রেসের একটি বগি ধীরাশ্রম স্টেশনে লাইনচ্যুত হয়েছে। এতে জয়দেবপুর-ঢাকা রেলরুটের একটি লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
আজ বৃহস্পতিবার (২৩ মে) সকাল আটটায় ধীরাশ্রম রেল স্টেশনে এই ঘটনা ঘটে।
ট্রেনের যাত্রী ও রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকাগামী তুরাগ এক্সপ্রেস ট্রেনটি ধীরাশ্রম স্টেশনে পৌঁছানোর পর ট্রেনের দ্বিতীয় বগিটি লাইনচ্যুত হয়ে যায়।
এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-জয়দেবপুর রেলরুটের একটি লাইন বন্ধ হয়ে গেছে।
জয়দেবপুর রেলওয়ে জংশনের প্রধান স্টেশন মাস্টার হানিফ আলী সংবাদটি নিশ্চিত করে বলেন, তুরাগ ট্রেনের দুই নম্বর বগি লাইনচ্যুত হয়েছে। বগি উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে।
নিউজটি শেয়ার করুন