ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

রমজানের শেষ সপ্তাহে টুপি-জায়নামাজ-সুগন্ধির দোকানে ভিড়

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪ ১০২ বার পড়া হয়েছে
ডেইলি আর্থ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঈদুল ফিতরের আর সপ্তাহখানেক বাকি। ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসবকে ঘিরে রমজানের শুরু থেকেই চলছে প্রস্তুতি। ঘরের সাজসজ্জা থেকে শুরু করে নতুন পোশাক কিনছেন ক্রেতারা। রমজানের শেষ সপ্তাহে ভিড় বাড়ছে ঈদের জামাতের অন্যতম অনুষঙ্গ আতর, সুরমা, তসবিহ, টুপি ও জায়নামাজের মতো পণ্যের দোকানগুলোতে।

ঈদের দিন নতুন পোশাকের সঙ্গে নতুন সুগন্ধি ভিন্ন মাত্রা যোগ করে। তাই ক্রেতারা ভিড় করছেন সুগন্ধির দোকানগুলোতে। একইসঙ্গে টুপি, জায়নামাজ, সুরমা, হাজী রুমাল, হিজাব কিনতে ভিড় করছেন এসব পণ্যের দোকানেও। ক্রেতারা বলছেন, নতুন পোশাকের সঙ্গে মানানসই নতুন টুপি আর সুগন্ধি তাদের মনকে আরও সতেজ করবে।

শুক্রবার (৫ এপ্রিল) সরেজমিনে দেখা গেছে, ঈদকে সামনে রেখে জমে উঠেছে রাজধানীর ঈদবাজার। জুমার নামাজ শেষে ছোট-বড় মার্কেট, বিপণিবিতান এবং ফুটপাতের টুপি, আতর ও তসবির দোকানগুলোতে ভিড় করছেন মুসল্লিরা। রাজধানীর বায়তুল মোকাররমের ও পীর ইয়ামেনি মার্কেট ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

বায়তুল মোকাররম জামে মসজিদের সামনের টুপি দোকানদার নুরুন নবী বলেন, আলহামদুলিল্লাহ। আজকে অন্যান্য দিনের চেয়ে বিক্রি একটু বেশি। নামাজ পড়ে সবাই ঈদের টুপি আগেভাগেই কিনে ফেলছেন। আমার দোকানে ৫০টাকা থেকে ৫০০ টাকা দামের টুপি আছে। মিডিয়াম প্রাইজের টুপিই বেশি বিক্রি হচ্ছে।

পীর ইয়ামেনি মার্কেটের টুপি ও আতর ব্যবসায়ী মিলন মিয়া বলেন, রোজা শুরুর দিকে একটু ব্যবসা হলেও মাঝখানে তেমন ব্যবসা হয়নি। তবে এখন ঈদে টুপি এবং আতরের চাহিদা বেশ ভালো। বাজারে টুপি বিক্রি হচ্ছে ৫০ থেকে ১ হাজার টাকা, জায়নামাজ পাওয়া যাচ্ছে ৩০০ থেকে ২ হাজার টাকা এবং আতর বিক্রি হচ্ছে ৩০০ থেকে কয়েক হাজার টাকায়। নামাজের পর ক্রেতার একটু চাপ থাকে বলেও তিনি জানান।

রাজধানীর বিভিন্ন মসজিদের সামনে ও মার্কেটে টুপি ও আতর বিক্রি করতে দেখা যায়। সেই দোকানগুলোতে জায়নামাজও বিক্রি হচ্ছে। প্রতিটি টুপি ১০০টাকা থেকে ১ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বিভিন্ন ডিজাইন ও কাপড়ভেদে দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা। দেশি টুপির তুলনায় বিদেশি বিভিন্ন টুপির দাম বেশি। সেগুলো ৩০০ টাকা থেকে শুরু করে ১ হাজার টাকায় পাওয়া যাচ্ছে।

দোকানে টুপি কিনতে আসা আমজাদ হোসেন নামে এক ক্রেতা বলেন, পবিত্র ঈদুল ফিতরের আর মাত্র কয়েকদিন বাকি আছে। পরিবারের জন্য জামা কাপড় কেনা শেষ হয়েছে। এখন টুপি ও আতর কেনার পালা। নামাজ শেষে এসেছি, পছন্দ হলেই কিনে নিয়ে যাবো। দুই থেকে ৩শ টাকার মধ্যেই টুপি কিনবো।

পীর ইয়ামেনি মার্কেটে জায়নামাজ কিনতে আসা ক্রেতা ইউসুফ রানা বলেন, আগামীকাল দেশের বাড়িতে চলে যাব। তাই টুপি ও জায়নামাজ কিনতে এসেছি। একটি জায়নামাজ ৯০০ টাকা দিয়ে কিনেছি। তবে এখন একটু দাম বেশি মনে হচ্ছে। দামাদামি করে কিনলে কম দামেও পাওয়া যায়। সময় কম তাই, বেশি দামাদামি করিনি, কিনে নিয়েছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রমজানের শেষ সপ্তাহে টুপি-জায়নামাজ-সুগন্ধির দোকানে ভিড়

আপডেট সময় : ১১:৫৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪

ঈদুল ফিতরের আর সপ্তাহখানেক বাকি। ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসবকে ঘিরে রমজানের শুরু থেকেই চলছে প্রস্তুতি। ঘরের সাজসজ্জা থেকে শুরু করে নতুন পোশাক কিনছেন ক্রেতারা। রমজানের শেষ সপ্তাহে ভিড় বাড়ছে ঈদের জামাতের অন্যতম অনুষঙ্গ আতর, সুরমা, তসবিহ, টুপি ও জায়নামাজের মতো পণ্যের দোকানগুলোতে।

ঈদের দিন নতুন পোশাকের সঙ্গে নতুন সুগন্ধি ভিন্ন মাত্রা যোগ করে। তাই ক্রেতারা ভিড় করছেন সুগন্ধির দোকানগুলোতে। একইসঙ্গে টুপি, জায়নামাজ, সুরমা, হাজী রুমাল, হিজাব কিনতে ভিড় করছেন এসব পণ্যের দোকানেও। ক্রেতারা বলছেন, নতুন পোশাকের সঙ্গে মানানসই নতুন টুপি আর সুগন্ধি তাদের মনকে আরও সতেজ করবে।

শুক্রবার (৫ এপ্রিল) সরেজমিনে দেখা গেছে, ঈদকে সামনে রেখে জমে উঠেছে রাজধানীর ঈদবাজার। জুমার নামাজ শেষে ছোট-বড় মার্কেট, বিপণিবিতান এবং ফুটপাতের টুপি, আতর ও তসবির দোকানগুলোতে ভিড় করছেন মুসল্লিরা। রাজধানীর বায়তুল মোকাররমের ও পীর ইয়ামেনি মার্কেট ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

বায়তুল মোকাররম জামে মসজিদের সামনের টুপি দোকানদার নুরুন নবী বলেন, আলহামদুলিল্লাহ। আজকে অন্যান্য দিনের চেয়ে বিক্রি একটু বেশি। নামাজ পড়ে সবাই ঈদের টুপি আগেভাগেই কিনে ফেলছেন। আমার দোকানে ৫০টাকা থেকে ৫০০ টাকা দামের টুপি আছে। মিডিয়াম প্রাইজের টুপিই বেশি বিক্রি হচ্ছে।

পীর ইয়ামেনি মার্কেটের টুপি ও আতর ব্যবসায়ী মিলন মিয়া বলেন, রোজা শুরুর দিকে একটু ব্যবসা হলেও মাঝখানে তেমন ব্যবসা হয়নি। তবে এখন ঈদে টুপি এবং আতরের চাহিদা বেশ ভালো। বাজারে টুপি বিক্রি হচ্ছে ৫০ থেকে ১ হাজার টাকা, জায়নামাজ পাওয়া যাচ্ছে ৩০০ থেকে ২ হাজার টাকা এবং আতর বিক্রি হচ্ছে ৩০০ থেকে কয়েক হাজার টাকায়। নামাজের পর ক্রেতার একটু চাপ থাকে বলেও তিনি জানান।

রাজধানীর বিভিন্ন মসজিদের সামনে ও মার্কেটে টুপি ও আতর বিক্রি করতে দেখা যায়। সেই দোকানগুলোতে জায়নামাজও বিক্রি হচ্ছে। প্রতিটি টুপি ১০০টাকা থেকে ১ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বিভিন্ন ডিজাইন ও কাপড়ভেদে দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা। দেশি টুপির তুলনায় বিদেশি বিভিন্ন টুপির দাম বেশি। সেগুলো ৩০০ টাকা থেকে শুরু করে ১ হাজার টাকায় পাওয়া যাচ্ছে।

দোকানে টুপি কিনতে আসা আমজাদ হোসেন নামে এক ক্রেতা বলেন, পবিত্র ঈদুল ফিতরের আর মাত্র কয়েকদিন বাকি আছে। পরিবারের জন্য জামা কাপড় কেনা শেষ হয়েছে। এখন টুপি ও আতর কেনার পালা। নামাজ শেষে এসেছি, পছন্দ হলেই কিনে নিয়ে যাবো। দুই থেকে ৩শ টাকার মধ্যেই টুপি কিনবো।

পীর ইয়ামেনি মার্কেটে জায়নামাজ কিনতে আসা ক্রেতা ইউসুফ রানা বলেন, আগামীকাল দেশের বাড়িতে চলে যাব। তাই টুপি ও জায়নামাজ কিনতে এসেছি। একটি জায়নামাজ ৯০০ টাকা দিয়ে কিনেছি। তবে এখন একটু দাম বেশি মনে হচ্ছে। দামাদামি করে কিনলে কম দামেও পাওয়া যায়। সময় কম তাই, বেশি দামাদামি করিনি, কিনে নিয়েছি।