আরও একটা বিশ্বকাপ খেলতে চান সাকিব
- আপডেট সময় : ১২:২১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪
- / 49
২০০৭ সাল থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সবকটি টুর্নামেন্টে খেলেছেন বিশ্বের মাত্র দুজন ক্রিকেটার- সাকিব আল হাসান ও রোহিত শর্মা। বাংলাদেশের এক মাত্র ক্রিকেটার হিসেবে নয়টি বিশ্বকাপ খেলার রেকর্ড গড়তে যাচ্ছেন সাকিব। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে নিজের এবং দলের লক্ষ্য নিয়ে কথা বলেছেন দেশসেরা এই অলরাউন্ডার।
আজ বিসিবির ডিজিটাল প্ল্যাটফর্মের আয়োজন ‘গ্রিন-রেড স্টোরি’-তে সাকিব জানিয়েছেন তিনি আরো একটি বিশ্বকাপ খেলতে চান। বিশ্ব মঞ্চে নিজ দেশের প্রতিনিধিত্ব করার অনুভূতি জানিয়ে সাকিব বলছিলেন, ‘প্রথম বিশ্বকাপ থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপ হলো সবগুলোতেই অংশ নিতে আছে।’
সাকিবের আশা আরো একটা বিশ্বকাপ খেলার, ‘আমি এবং রোহিত শর্মাই হয়তো মাত্র দুজন খেলোয়াড় যারা সবগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে। আশা করব আরও একটি বিশ্বকাপ যেন খেলতে পারি। তার আগে এই বিশ্বকাপে পারফরম্যান্সটা যেন ভালো থাকে। বাংলাদেশ যেন অন্যান্য যে কোনো টি-টোয়েন্টি বিশ্বকাপের চেয়ে ভালো ফল করে আসতে পারে।’
সাকিবপত্নী যুক্তরাষ্ট্রে থাকেন তাঁর সন্তানদের নিয়ে। সাকিবও থাকেন সেখানে তবে জাতীয় দলের খেলা ও দেশে সংসদ সদস্যের দায়িত্ব পালনে যুক্তরাষ্ট্রে বেশি সময় দিতে পারেন না। তারপরও যুক্তরাষ্ট্রকে সাকিবের দ্বিতীয় ঘরে বলা হয়ে থাকে ফলে সেখানকার উইকেটে বাড়তি কোনো সুযোগ সুবিধা পাবে কিনা বাংলাদেশ এ নিয়ে সাকিব বললেন, ‘আমার সেকেন্ড হোম ঠিক আছে।
তবে হোম অ্যাডভান্টেজ পাবে কি না বলাটা মুশকিল। কিন্তু আমার মনে হয় পাবে। ওপেরেছি। আমার জন্য এটা গর্বের ও আনন্দের। একই সময়ে যেহেতু দেশের প্রতিনিধিত্ব করছি, অনেক ভালো লাগার একটা জায়গা য়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা, এ দুটো জায়গাতেই আমরা, এর আগে ফ্লোরিডায় যখন খেলেছি বাংলাদেশ ভালো করেছে। ওয়েস্ট ইন্ডিজে আমরা সব সময়ই সুবিধা পাই। কারণ পিচগুলো অনেকটা আমাদের মতোই হয়ে থাকে। তাই আমি আশা করছি দুই জায়গাতেই আমরা সুবিধা পাব।’
নিউজটি শেয়ার করুন