ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

 

গ্যাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪
  • / 57
ডেইলি আর্থ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

গ্যাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডবাসী।

শনিবার (৮ জুন) সকাল ১০টার দিকে মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকার চট্টগ্রামমুখী লেনে এ মানববন্ধন করা হয়।

এসময় তারা প্রায় একঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে চট্টগ্রামমুখী লেনে যানজটের সৃষ্টি হয়। ফলে দুর্ভোগে পড়েন ওই পথের যাত্রীদের।

সানারপাড় এলাকার সৈয়দ সাইফুল ইসলাম বলেন, দীর্ঘ তিন বছর ধরে গ্যাস পাই না। ঠিকমত রান্না করতে পারি না, রাত ৩টায় গ্যাস এসে ৪টায় চলে যায়। তিতাস গ্যাস অফিসের বিভিন্ন দপ্তরে অনেক অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু কোনো লাভ হয়নি। আমরা সরকারের কাছে আবেদন করছি, দ্রুত গ্যাসের ব্যবস্থাটা করে দেওয়া হোক। এটাই আমাদের দাবি।

মাদানীনগর এলাকার গৃহিণী শাহনাজ পারভীন বলেন, আশপাশের সব জায়গায় গ্যাস থাকলেও আমাদের এখানে গ্যাস থাকে না। তিতাস কর্মকর্তাদের জানানোর পর তারা শুধু বলেন দেখতাছি দেখতাছি কিন্তু কিছুই দেখে না।

কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ইনচার্জ এ কে এম শরফুদ্দীন বলেন, ওই এলাকায় গ্যাস না থাকায় জনগণ সড়ক অবরোধ করেছিল। পরে তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, জনতা সড়কে ওঠার কিছুক্ষণের মধ্যেই তাদের বুঝিয়ে সরিয়ে দিয়েছি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

 

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

 

ট্যাগস :

 

 

গ্যাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

আপডেট সময় : ০২:১৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪

 

গ্যাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডবাসী।

শনিবার (৮ জুন) সকাল ১০টার দিকে মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকার চট্টগ্রামমুখী লেনে এ মানববন্ধন করা হয়।

এসময় তারা প্রায় একঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে চট্টগ্রামমুখী লেনে যানজটের সৃষ্টি হয়। ফলে দুর্ভোগে পড়েন ওই পথের যাত্রীদের।

সানারপাড় এলাকার সৈয়দ সাইফুল ইসলাম বলেন, দীর্ঘ তিন বছর ধরে গ্যাস পাই না। ঠিকমত রান্না করতে পারি না, রাত ৩টায় গ্যাস এসে ৪টায় চলে যায়। তিতাস গ্যাস অফিসের বিভিন্ন দপ্তরে অনেক অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু কোনো লাভ হয়নি। আমরা সরকারের কাছে আবেদন করছি, দ্রুত গ্যাসের ব্যবস্থাটা করে দেওয়া হোক। এটাই আমাদের দাবি।

মাদানীনগর এলাকার গৃহিণী শাহনাজ পারভীন বলেন, আশপাশের সব জায়গায় গ্যাস থাকলেও আমাদের এখানে গ্যাস থাকে না। তিতাস কর্মকর্তাদের জানানোর পর তারা শুধু বলেন দেখতাছি দেখতাছি কিন্তু কিছুই দেখে না।

কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ইনচার্জ এ কে এম শরফুদ্দীন বলেন, ওই এলাকায় গ্যাস না থাকায় জনগণ সড়ক অবরোধ করেছিল। পরে তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, জনতা সড়কে ওঠার কিছুক্ষণের মধ্যেই তাদের বুঝিয়ে সরিয়ে দিয়েছি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।