সংবাদ শিরোনাম ::
৮ দিনের ছুটি শেষে হিলিতে আমদানি-রপ্তানি শুরু

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১২:১৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪
- / 142
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর টানা ৮ দিন বন্ধ থাকার পর আজ শনিবার (২২ জুন) থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
হিলি বন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মল্লিক বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৮ দিন বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। শনিবার বেলা সাড়ে ১১টা থেকে পুনরায় কার্যক্রম শুরু হয়েছে। ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করছে।
পরবর্তীতে তা আনলোড হয়ে দেশি ট্রাকে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যেতে শুরু করেছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি শেখ আশরাফুল বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হিলি বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল, আজও স্বাভাবিক আছে।