জরিমানা ছাড়া রিটার্ন দেওয়া যাবে ৩০ জুন পর্যন্ত
- আপডেট সময় : ১০:৫২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪
- / 70
জরিমানা ছাড়া চলতি ২০২৩-২৪ অর্থবছরের জন্য আগামী ৩০ জুন পর্যন্ত ব্যক্তি শ্রেণি করদাতারা রিটার্ন জমা দিতে পারবেন। তবে সেটি নিয়মিত করদাতাদের জন্য নয়, শুধু যেসব কর শনাক্তকারী নম্বরধারী (টিআইএন) প্রথমবার রিটার্ন দেবে তাদের জন্য এ সময় নির্ধারণ করে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
অর্থবছর ২০২৩-২০২৪ এর আয়কর নির্দেশনা পর্যালোচনায় দেখা গেছে, যেসব ব্যক্তি বা নাগরিক অতীতে কোনো কাজের প্রয়োজনে টিআইএন সনদ করেছেন, কিন্তু আয়কর রিটার্ন দাখিল করেননি শুধু তারা প্রথমবারের মতো জরিমানা ছাড়া আগামী ৩০ জুন পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।
রিটার্ন দাখিল করলে বেশ কিছু সেবা গ্রহণকালে সুবিধা পাবে একজন নাগরিক। আর টিআইএন থাকলেও রিটার্ন দাখিল না করলে ৪৪ ধরনের সেবা থেকে বঞ্চিত হতে হবে। এসব সেবা নিতে একজন নাগরিককে রিটার্ন দাখিলের প্রাপ্তিস্বীকারপত্র দেখাতে হবে।
উল্লেখ্য, জাতীয় রাজস্ব বোর্ডের নিয়মানুযায়ী প্রতি অর্থবছর শেষে ১ জুলাই থেকে আয়কর রিটার্ন দাখিল শুরু হয়। যা ৩০ নভেম্বরে শেষ হয়। নির্দিষ্ট সময়ে রিটার্ন দাখিল করতে ব্যর্থ হলে ব্যক্তিগত করদাতাদের প্রতি মাসে দুই শতাংশ হারে জরিমানা দিতে হয়।
নিউজটি শেয়ার করুন