‘বাংলা ব্লকেডের’ আগেই যানজটে ঢাকা ব্লকড
- আপডেট সময় : ০৪:১১:১৩ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪
- / 38
শাহবাগ মোড়ের চার দিক থেকে আসা চারটি রাস্তায় যান চলাচল বন্ধ করে দিয়ে আন্দোলন করছেন কোটা বিরোধী শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। এ আন্দোলনের নাম দেওয়া হয়েছে ‘বাংলা ব্লকেড’।
কোটা সংস্কার ও মেধাভিত্তিক নিয়োগে ২০১৮ সালের সরকারি প্রজ্ঞাপন পুনর্বহালের দাবিতে পূর্ব ঘোষিত ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি শুরু করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। রাজধানীর প্রধান সড়কগুলোর বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছেন তারা। এতে রাজধানীরজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে, চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী।
রবিবার (৭ জুলাই) দুপুরে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি সামনে থেকে জড়ো হয়ে আন্দোলন শুরু করে। প্রথমে তারা সায়েন্স ল্যাব মোড় দখল করে অবস্থান নেয়। পরে একে একে রাজধানীর বিভিন্ন মোড়ে যেতে থাকে।
আজ সকাল থেকেই প্রচুর যানজট ছিল। দুপুরের পর থেকে সেই যানজট আরও তীব্র আকার ধারণ করে। সরেজমিনে দেখা গেছে, হাতিরঝিল মোড়, সাতরাস্তা, মহাখালী, আগারগাঁও, আসাদ গেট, পান্থপথ, কলাবাগান, মগবাজার, কারওয়ান বাজার, বাংলামটর সড়কে আন্দোলনকারী আস্তে আস্তে এসে ঝড়ো হচ্ছেন। এ জন্য সড়কে থাকা গাড়িগুলো আগে যেতে প্রতিযোগিতা শুরু হয়। এতেই তৈরি হয়ে জ্যাম।
আন্দোলনকারী শিক্ষার্থীদের অনেকের মাথায় ‘কোটা নয়, মেধার ভিত্তিতে চাকরি চাই’ লেখা হেডব্যান্ড দেখা যায়। অনেকের হাতে ও মাথায় জাতীয় পতাকা বাঁধা রয়েছে। বেশির ভাগ শিক্ষার্থীর হাতে কোটা বাতিল ও ১৮ সালের সরকারি ঘোষণা পুনর্বহাল দাবির বিভিন্ন স্লোগানের প্ল্যাকাড।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস শ্যাডো, হল পাড়া, ভিসি চত্বর, রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ মোড়সহ বিভিন্ন মোড়ে অবরোধ করবেন।
এদিকে যানজট নিরসন ও সড়কে থাকা বিভিন্ন গাড়ি ভিন্ন রাস্তায় সরিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়েছে ট্রাফিক পুলিশ।
কারওয়ান বাজার সার্ক ফোয়ারায় দাঁড়িত্বরত ট্রাফিক সার্জেন্ট আরিফুর রহমান বলেন, কারওয়ান বাজারের এখনও আন্দোলনরত শিক্ষার্থীরা আসেনি। এতে এরই মধ্যে প্রচণ্ড যানজট সৃষ্টি হয়েছে। বিশেষ করে পান্থপথ থেকে অতিরিক্ত যানবাহন এদিকে আসছে। সেসব গাড়িকে পাস করে দিচ্ছি। তবে কারওয়ান বাজারে বাংলা ব্লকেড দিলে রাস্তায় থাকা গাড়িগুলোকে বিকল্প রাস্তার ব্যবস্থা করে দেওয়া নির্দেশনা রয়েছে।
সড়কে থাকা পথচারী ও গাড়ির চালকরা জানান, কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। তবে সড়ক অবরোধ করার নগরবাসীকে বিপাকে পড়তে হচ্ছে। শিক্ষার্থীদের দাবি দ্রুত মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান দুর্ভোগে পড়া এসব মানুষ।
নিউজটি শেয়ার করুন