ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

 

পরীক্ষামূলক ব্রডব্যান্ড : গ্রিন জোনে ইন্টারনেট

তথ্যপ্রযুক্তি ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪
  • / 67
ডেইলি আর্থ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

পরীক্ষামূলকভাবে রাজধানীর কয়েকটি এলাকায় বুধবার খুবই সীমিত পরিসরে শুধু ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।

সারাদেশে অগ্রাধিকার ভিত্তিতে ব্যাংকিং, গণমাধ্যম, বাণিজ্যিক, বিদ্যুৎ, কূটনৈতিক, রপ্তানি, আউটসোর্সিং ও বিশেষায়িত অঞ্চলে ইন্টারনেট সেবা সচল হয়। টানা পাঁচ দিন বন্ধের পর মঙ্গলবার রাত ৯টার দিকে ইন্টারনেট সেবা চালু হয়।

কিন্তু প্রথমে সোশ্যাল মিডিয়া, যেমন– ইউটিউব, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো, ভাইভার­ অ্যাপ ব্যবহার করা যায়নি। স্মার্টফোনে অনেকে এখনও অ্যাপ ব্যবহার করতে পারছেন না।

বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ প্রথমে সীমিত পরিসরে ইন্টারনেট সেবা চালুর কথা উল্লেখ করে বলেন, মঙ্গলবার সন্ধ্যার পর পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা সচল করা হয়। অগ্রাধিকার ভিত্তিতে বেশ কিছু এলাকায় ইন্টারনেট সংযোগ সচল করা হয়।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জানান, আগামী সপ্তাহে মোবাইলে ইন্টারনেট সচল হবে। এদিকে জানা গেছে, ইতোমধ্যে সরকারি হাসপাতাল, ডেসকো, ঢাকা ওয়াসা ছাড়াও বেশ কিছু সেবাভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারনেট সংযোগ পেয়েছে। নিকুঞ্জ, মতিঝিল, কারওয়ান বাজার, গুলশান ছাড়াও কয়েকটি এলাকা গ্রিন জোনের সুবিধা পেয়েছে।

সারাদেশে পুরোপুরি ইন্টারনেট বন্ধের ফলে বিশ্বের সঙ্গে বাংলাদেশের ডিজিটাল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে ব্যবসায়ী নেতারা ইন্টারনেট সেবা চালুর কথা বলেন।

ইন্টারনেট সেবার পরিসর প্রসঙ্গে প্রতিমন্ত্রী পলক বলেন, প্রথমে সরকারি সেবা ও পরে ধারাবাহিকভাবে ইন্টারনেটের অন্যসব পরিষেবা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

টানা ইন্টারনেট সেবা বন্ধ থাকায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সদস্যদের ৫০০ কোটি টাকা ক্ষতি হয়েছে। রাজধানীতে ‘আইসিটি রপ্তানি পর্যালোচনা’ সভায় বক্তারা ক্ষতির কথা বলেন।

সভাপতি (বেসিস) রাসেল টি আহমেদ ক্ষতিপূরণে বেসিস সদস্যদের তথ্যপ্রযুক্তি শিল্পে অগ্রাধিকার ভিত্তিতে ইন্টারনেট সেবা নিশ্চিতের দাবি উপস্থাপন করেন। তিনি বলেন, পুরোপুরি ইন্টারনেট সংযোগ না পেলে শতভাগ ইন্টারনেট ও রপ্তানিমুখী খাত হিসেবে আইসিটি খাতের পাঁচ বিলিয়ন ডলার রপ্তানির যে লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলছে, তা ব্যাহত হবে।

 

নিউজটি শেয়ার করুন

 

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

 

ট্যাগস :

 

 

পরীক্ষামূলক ব্রডব্যান্ড : গ্রিন জোনে ইন্টারনেট

আপডেট সময় : ১০:৪১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪

 

পরীক্ষামূলকভাবে রাজধানীর কয়েকটি এলাকায় বুধবার খুবই সীমিত পরিসরে শুধু ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।

সারাদেশে অগ্রাধিকার ভিত্তিতে ব্যাংকিং, গণমাধ্যম, বাণিজ্যিক, বিদ্যুৎ, কূটনৈতিক, রপ্তানি, আউটসোর্সিং ও বিশেষায়িত অঞ্চলে ইন্টারনেট সেবা সচল হয়। টানা পাঁচ দিন বন্ধের পর মঙ্গলবার রাত ৯টার দিকে ইন্টারনেট সেবা চালু হয়।

কিন্তু প্রথমে সোশ্যাল মিডিয়া, যেমন– ইউটিউব, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো, ভাইভার­ অ্যাপ ব্যবহার করা যায়নি। স্মার্টফোনে অনেকে এখনও অ্যাপ ব্যবহার করতে পারছেন না।

বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ প্রথমে সীমিত পরিসরে ইন্টারনেট সেবা চালুর কথা উল্লেখ করে বলেন, মঙ্গলবার সন্ধ্যার পর পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা সচল করা হয়। অগ্রাধিকার ভিত্তিতে বেশ কিছু এলাকায় ইন্টারনেট সংযোগ সচল করা হয়।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জানান, আগামী সপ্তাহে মোবাইলে ইন্টারনেট সচল হবে। এদিকে জানা গেছে, ইতোমধ্যে সরকারি হাসপাতাল, ডেসকো, ঢাকা ওয়াসা ছাড়াও বেশ কিছু সেবাভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারনেট সংযোগ পেয়েছে। নিকুঞ্জ, মতিঝিল, কারওয়ান বাজার, গুলশান ছাড়াও কয়েকটি এলাকা গ্রিন জোনের সুবিধা পেয়েছে।

সারাদেশে পুরোপুরি ইন্টারনেট বন্ধের ফলে বিশ্বের সঙ্গে বাংলাদেশের ডিজিটাল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে ব্যবসায়ী নেতারা ইন্টারনেট সেবা চালুর কথা বলেন।

ইন্টারনেট সেবার পরিসর প্রসঙ্গে প্রতিমন্ত্রী পলক বলেন, প্রথমে সরকারি সেবা ও পরে ধারাবাহিকভাবে ইন্টারনেটের অন্যসব পরিষেবা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

টানা ইন্টারনেট সেবা বন্ধ থাকায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সদস্যদের ৫০০ কোটি টাকা ক্ষতি হয়েছে। রাজধানীতে ‘আইসিটি রপ্তানি পর্যালোচনা’ সভায় বক্তারা ক্ষতির কথা বলেন।

সভাপতি (বেসিস) রাসেল টি আহমেদ ক্ষতিপূরণে বেসিস সদস্যদের তথ্যপ্রযুক্তি শিল্পে অগ্রাধিকার ভিত্তিতে ইন্টারনেট সেবা নিশ্চিতের দাবি উপস্থাপন করেন। তিনি বলেন, পুরোপুরি ইন্টারনেট সংযোগ না পেলে শতভাগ ইন্টারনেট ও রপ্তানিমুখী খাত হিসেবে আইসিটি খাতের পাঁচ বিলিয়ন ডলার রপ্তানির যে লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলছে, তা ব্যাহত হবে।