সংবাদ শিরোনাম ::
বৃহস্পতিবার থেকে হাইকোর্টের বিচারকাজ চলবে

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০২:৪৪:২৯ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪
- / 149
আগামীকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম সীমিত আকারে সরাসরি ও ভার্চুয়ালি (সুবিধাজনক উপায়ে) অনুষ্ঠিত হবে।
বুধবার (৭ আগস্ট) বাংলাদেশ সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আপাতত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম চেম্বার জজ হিসেবে দায়িত্ব পালন করবেন।
তিনি আগামীকাল বৃহস্পতিবার থেকে সরাসরি/ভার্চুয়ালি (সুবিধাজনক উপায়ে) চেম্বার কোর্টের বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন।