ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

 

এনটিএমসি-বিএসইসির সমঝোতা প্রস্তাব বাতিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৯:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪
  • / 39
ডেইলি আর্থ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

জাতীয় টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব বাতিল করা হয়েছে। একই সঙ্গে বিএসইসির পক্ষ থেকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো চিঠি প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাতিত্বে অনুষ্ঠিত ৯১৬তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতীয় টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব বাতিলসহ এ সংক্রান্ত আর্থিক প্রতিষ্ঠান বিভাগে বিএসইসি কর্তৃক প্রেরিত চিঠি প্রত্যাহারের সিদ্ধান্ত গৃহীত হয়।

পুঁজিবাজারের বিনিয়োগকারী বা বিও হিসাবধারীর ব্যক্তিগত তৎপরতার খোঁজখবর গোপনে আড়িপাতার জন্য নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সদ্য পদত্যাগকারী চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এ উদ্যোগ গ্রহণ করেছিলেন।

এ লক্ষ্যে তৎকালীন কমিশন থেকে এনটিএমসির সঙ্গে একটি সমঝোতা চুক্তিতে যাওয়ার চেষ্টা হয়। এ পরিকল্পনা বাস্তবায়ন হলে এনটিএমসির দায়িত্বশীলরা বিনিয়োগকারীর অনলাইন কার্যক্রম এবং ভয়েস কল রেকর্ডের ক্ষমতা পেতেন। মূলত কারসাজির মাধ্যমে বাজারকে অস্থিতিশীল করার সঙ্গে জড়িতদের চিহ্নিত ও ইনসাইডার ট্রেডিং এবং গুজব রটানো ব্যক্তিদের আইনের আওতায় আনতে এ পথ বেছে নেয় শিবলী কমিশন।

 

নিউজটি শেয়ার করুন

 

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

 

ট্যাগস :

 

 

এনটিএমসি-বিএসইসির সমঝোতা প্রস্তাব বাতিল

আপডেট সময় : ১১:২৯:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪

 

জাতীয় টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব বাতিল করা হয়েছে। একই সঙ্গে বিএসইসির পক্ষ থেকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো চিঠি প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাতিত্বে অনুষ্ঠিত ৯১৬তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতীয় টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব বাতিলসহ এ সংক্রান্ত আর্থিক প্রতিষ্ঠান বিভাগে বিএসইসি কর্তৃক প্রেরিত চিঠি প্রত্যাহারের সিদ্ধান্ত গৃহীত হয়।

পুঁজিবাজারের বিনিয়োগকারী বা বিও হিসাবধারীর ব্যক্তিগত তৎপরতার খোঁজখবর গোপনে আড়িপাতার জন্য নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সদ্য পদত্যাগকারী চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এ উদ্যোগ গ্রহণ করেছিলেন।

এ লক্ষ্যে তৎকালীন কমিশন থেকে এনটিএমসির সঙ্গে একটি সমঝোতা চুক্তিতে যাওয়ার চেষ্টা হয়। এ পরিকল্পনা বাস্তবায়ন হলে এনটিএমসির দায়িত্বশীলরা বিনিয়োগকারীর অনলাইন কার্যক্রম এবং ভয়েস কল রেকর্ডের ক্ষমতা পেতেন। মূলত কারসাজির মাধ্যমে বাজারকে অস্থিতিশীল করার সঙ্গে জড়িতদের চিহ্নিত ও ইনসাইডার ট্রেডিং এবং গুজব রটানো ব্যক্তিদের আইনের আওতায় আনতে এ পথ বেছে নেয় শিবলী কমিশন।