ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

 

জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিলের ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৯:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪
  • / 43
ডেইলি আর্থ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগ ছাত্র-জনতার গণবিপ্লবকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলতে চেয়েছে। সেই ন্যারেটিভের অংশ আমরা (বর্তমান সরকার) হতে পারি না। আমরা মনে করি, আওয়ামী লীগ কোনো নীতিগত অবস্থান থেকে জামায়াতকে নিষিদ্ধ করেনি।

আওয়ামী লীগ রাজনৈতিক অপকৌশলের জন্য ছাত্র-জনতার বিপ্লবকে নির্মমভাবে দমন করার জন্য এ ইস্যুটি এভাবে ব্যবহার করেছে। আমরা ছাত্র-জনতার অভ্যুত্থানে পরাজিত-প্রত্যাখ্যাত একটি দলের অন্যায় ন্যারেটিভের অংশ হতে পারি না।

বুধবার দুপুরের দিকে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপন বাতিলের পর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন আসিফ নজরুল। সেখানে তিনি এসব কথা বলেন।

বুধবার সকালে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধে জারি করা প্রজ্ঞাপন বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, ‘জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবিরসহ এর অঙ্গসংগঠনের সন্ত্রাস-সহিংসতার সঙ্গে সম্পৃক্ততার সুনির্দিষ্ট কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

সরকার বিশ্বাস করে, জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবিরসহ এর অঙ্গসংগঠন সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত নয়।’ এই প্রজ্ঞাপন জারির আগে আইন মন্ত্রণালয়ের আইনি মতামত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আইন উপদেষ্টা বলেন, সমাজের কিছু মহল থেকে বহু বছর ধরে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার দাবি উঠত। এটি ঠিক-বেঠিক কি না, সেটিতে তিনি যাচ্ছেন না। কিন্তু আওয়ামী লীগ ১৫ বছর ক্ষমতায় ছিল, তারা জামায়াত-শিবির নিষিদ্ধ করেনি। তারপর এমন একটি বিশেষ মুহূর্তে এটি করেছে, যখন ছাত্র-জনতার অভ্যুত্থান ও বিপ্লব চলছিল।

তারা ছাত্র-জনতার এই গণ–অভ্যুত্থানকে সন্ত্রাসী কর্মকাণ্ড, জামায়াত-বিএনপি-জঙ্গীদের সন্ত্রাস আখ্যায়িত করে এই আন্দোলনকে নির্মমভাবে দমন করার চেষ্টায় ছিল।

আওয়ামী লীগের এই প্রজ্ঞাপন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পরীক্ষা করে দেখা হয়েছে উল্লেখ করে আসিফ নজরুল বলেন, জামায়াত-বিএনপিকে জঙ্গী ও সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছিল, ওই ন্যারেটিভের অংশ হিসেবেই জামায়াতকে সন্ত্রাসী সংগঠন হিসেবে হঠাৎ ঘোষণায় একটি প্রজ্ঞাপন জারি করে।

 

নিউজটি শেয়ার করুন

 

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

 

ট্যাগস :

 

 

জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিলের ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল

আপডেট সময় : ০৭:১৯:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪

 

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগ ছাত্র-জনতার গণবিপ্লবকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলতে চেয়েছে। সেই ন্যারেটিভের অংশ আমরা (বর্তমান সরকার) হতে পারি না। আমরা মনে করি, আওয়ামী লীগ কোনো নীতিগত অবস্থান থেকে জামায়াতকে নিষিদ্ধ করেনি।

আওয়ামী লীগ রাজনৈতিক অপকৌশলের জন্য ছাত্র-জনতার বিপ্লবকে নির্মমভাবে দমন করার জন্য এ ইস্যুটি এভাবে ব্যবহার করেছে। আমরা ছাত্র-জনতার অভ্যুত্থানে পরাজিত-প্রত্যাখ্যাত একটি দলের অন্যায় ন্যারেটিভের অংশ হতে পারি না।

বুধবার দুপুরের দিকে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপন বাতিলের পর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন আসিফ নজরুল। সেখানে তিনি এসব কথা বলেন।

বুধবার সকালে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধে জারি করা প্রজ্ঞাপন বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, ‘জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবিরসহ এর অঙ্গসংগঠনের সন্ত্রাস-সহিংসতার সঙ্গে সম্পৃক্ততার সুনির্দিষ্ট কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

সরকার বিশ্বাস করে, জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবিরসহ এর অঙ্গসংগঠন সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত নয়।’ এই প্রজ্ঞাপন জারির আগে আইন মন্ত্রণালয়ের আইনি মতামত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আইন উপদেষ্টা বলেন, সমাজের কিছু মহল থেকে বহু বছর ধরে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার দাবি উঠত। এটি ঠিক-বেঠিক কি না, সেটিতে তিনি যাচ্ছেন না। কিন্তু আওয়ামী লীগ ১৫ বছর ক্ষমতায় ছিল, তারা জামায়াত-শিবির নিষিদ্ধ করেনি। তারপর এমন একটি বিশেষ মুহূর্তে এটি করেছে, যখন ছাত্র-জনতার অভ্যুত্থান ও বিপ্লব চলছিল।

তারা ছাত্র-জনতার এই গণ–অভ্যুত্থানকে সন্ত্রাসী কর্মকাণ্ড, জামায়াত-বিএনপি-জঙ্গীদের সন্ত্রাস আখ্যায়িত করে এই আন্দোলনকে নির্মমভাবে দমন করার চেষ্টায় ছিল।

আওয়ামী লীগের এই প্রজ্ঞাপন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পরীক্ষা করে দেখা হয়েছে উল্লেখ করে আসিফ নজরুল বলেন, জামায়াত-বিএনপিকে জঙ্গী ও সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছিল, ওই ন্যারেটিভের অংশ হিসেবেই জামায়াতকে সন্ত্রাসী সংগঠন হিসেবে হঠাৎ ঘোষণায় একটি প্রজ্ঞাপন জারি করে।