ভারতে পাচারের সময় কুমিল্লায় ৬২০ কেজি ইলিশ জব্দ
- আপডেট সময় : ১০:৫৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
- / 58
অবৈধভাবে ভারতে পাচারের সময় কুমিল্লার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা থেকে ৬২০ কেজি ইলিশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল।
বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বুড়িচং উপজেলার উত্তর আনন্দপুর সীমান্ত এলাকা থেকে ইলিশগুলো জব্দ করা হয়। সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধীনস্থ বুড়িচং উপজেলার খাড়েরা বিওপির সদস্যরা পরিত্যক্ত অবস্থায় মাছগুলো আটক করে।
বুধবার রাতে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহিদা আক্তার বলেন, ভারতে অবৈধভাবে পাচারের সময় বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের অধীনস্থ খাড়েরা বিওপির সদস্যরা বাক্সভরা ইলিশ মাছগুলো জব্দ করে।
পরে বিজিবির নিয়মানুযায়ী সেগুলো নিলামে বিক্রি করা হয়েছে বলে জেনেছি।
নাম প্রকাশ না করার শর্তে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) একটি সূত্র জানায়, বুধবার দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবির খাড়েরা বিওপির একটি দল। এ সময় বিজিবির অবস্থান টের পেয়ে খাড়েরা সীমান্ত এলাকায় চোরাকারবারিরা ৩১টি বাক্সে থাকা ৬২০ কেজি ইলিশ রেখে পালিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৯ লাখ ৯২ হাজার টাকা।
বুড়িচং উপজেলার ২০৬৭ নম্বর সীমান্ত পিলার থেকে ১০০ গজ ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে উত্তর আনন্দপুর নামক স্থান থেকে ইলিশগুলো আটক করা হয়। আটকের পর ইলিশগুলো নিলামের মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
নিউজটি শেয়ার করুন