নামানো হলো সমুদ্র বন্দরের সতর্ক সংকেত

- আপডেট সময় : ০১:৩৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
- / 128
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে যে বৃষ্টি শুরু হয়েছিল, তা গতকাল থেকেই অনেকটা কমে গেছে। এখন দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আর সম্ভাবনা নেই। তাই দেশের সমুদ্র বন্দরগুলো থেকে সংকেত নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার সকালে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত সামুদ্রিক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত দেশের কোথাও তেমন কোনো বৃষ্টির খবর নেই আবহাওয়া অধিদপ্তরের কাছে। টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার জন্য দেশের চার বন্দরে যে সতর্কসংকেত দেওয়া হয়েছিল, তা আজ উঠিয়ে নিয়েছে আবহাওয়া অফিস।
এতে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
অন্যদিকে, দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা ও সংকেত নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এছাড়া, ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।