ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
- আপডেট সময় : ০৩:৫২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
- / 61
রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ ইউনিটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় ৫২ মিনিটের চেষ্টায় এ আগুন নেভানো হয়।
শুক্রবার (১৯ এপ্রিল) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে এই আগুন নেভানো হয়। এর আগে পৌনে ২টার দিকে আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে দুপুর ২টা ২৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে দুপুর পৌনে ২টার দিকে হাসপাতালের একটি ভবনে আগুন লাগার খবর পাওয়া যায়। তখন সেখানে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
তবে কীভাবে সেখানে আগুনের সূত্রপাত হলো বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে দিতে পারেননি তিনি।
শিশু হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) আব্দুল হাকিম গণমাধ্যমকে জানান, ধারণা করা হচ্ছে কার্ডিয়াক ইউনিটের এসি থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। আগুন লাগার পর ওই ইউনিট থেকে সব রোগীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
এছাড়া আগুনে হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।
নিউজটি শেয়ার করুন