ট্রেন থেকে নামতে গিয়ে পায়ের আঙুল হারালেন আনু মুহাম্মদ
- আপডেট সময় : ১২:৪৯:২৫ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪ ৪৭ বার পড়া হয়েছে
রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় চলন্ত ট্রেন থেকে নামার সময় অধ্যাপক আনু মুহাম্মদের বাম পায়ের আঙুল কাটা পড়েছে। রোববার (২১ এপ্রিল) বেলা ১০টার পর এ দুর্ঘটনা ঘটে।
এরপর বেলা ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।
আনু মুহাম্মদ তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক। তার বাসা রাজধানীর খিলগাঁওয়ে।
আহত অধ্যাপক আনু মোহাম্মদ জানান, বিভিন্ন সময় কয়লা খনির শ্রমিকদের মৃত্যুতে দিনাজপুরে গতকাল একটি শোকসভা অনুষ্ঠিত হয়। তিনি সেই সভায় অংশ নিতে দিনাজপুর গিয়েছিলেন। আজ দিনাপুরের ফুলবাড়ী থেকে ট্রেনে করে ঢাকায় ফিরছিলেন। ট্রেনটি খিলগাঁও রেলগেট এলাকায় পৌঁছালে গতি কমিয়ে দেয়। তখন সেখানে ট্রেন থেকে নামার চেষ্টা করতেই পা ফসকে চাকার নিচে চলে যায়।
ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, তার বাম পায়ের সবগুলো আঙুল কাটা পড়েছে। এছাড়া ডান পায়ের বৃদ্ধাঙ্গুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাকে জরুরি বিভাগে ভর্তি রাখা হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, খিলগাঁও রেলগেট থেকে ট্রেনে বাম পায়ের আঙ্গুল কাটা অবস্থায় অধ্যাপক আনু মোহাম্মদকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। এখানে তার প্রাথমিক চিকিৎসা চলছে।
এদিকে, ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহম্মেদ বিশ্বাস বলেন, কীভাবে দুর্ঘটনা ঘটেছে বিস্তারিত জানতে হাসপাতালে অবস্থান করছি। তবে যতটুক জানা গেছে খিলগাঁও রেলগেট এলাকায় একটি ট্রেনের চাকায় পায়ের বৃদ্ধাঙ্গুলসহ কিছু অংশ পড়ে গেছে।