ফেসবুকে নতুন ফিচার, মেসেঞ্জারেও থাকছে সুবিধা
- আপডেট সময় : ১১:৫১:২৬ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪
- / 75
ওপেনএআইকে চ্যালেঞ্জ দিয়ে এবার নিজেদের সব অ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চ্যাটবট চালু করল মেটা। এর মানে এখন থেকে ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে যুক্ত থাকবে এআই চ্যাটবট। সরাসরি সার্চ ইঞ্জিনেই এই সুবিধা থাকছে। এমনকি এ জন্য আলাদা ওয়েবসাইটও বানিয়েছে মেটা।
সংবাদমাধ্যম সোশ্যাল মিডিয়া নিউজ বলছে, সার্চ ইঞ্জিনে গিয়ে সরাসরি চ্যাটবটকে যেকোনো প্রশ্ন করলেই মিলবে উত্তর। এ ছাড়া মেসেঞ্জারেও পাওয়া যাবে এ চ্যাটবট।
মেটা এআই প্রযুক্তি কাজে লাগিয়ে স্বচ্ছন্দে তথ্য খোঁজার পাশাপাশি বিভিন্ন প্রযুক্তি দ্রুত ব্যবহারের সুযোগ দিতে হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামেও নিজেদের তৈরি এআই চ্যাটবট যুক্ত করেছে মেটা।
মেটা এআই নামের চ্যাটবটটির মাধ্যমে অনলাইন থেকে বিভিন্ন তথ্য খুঁজে পাওয়ার পাশাপাশি পছন্দমতো এআই স্টিকার ও ছবি তৈরি করা যাবে।
প্রাথমিকভাবে এ ফিচার হোয়াটসঅ্যাপের নির্দিষ্ট ব্যবহারকারীর ওপর পরীক্ষা করা হচ্ছে। সহজেই চ্যাটবটটির বিভিন্ন ফিচার চালু বা বন্ধের সুযোগ থাকছে।
অ্যান্ড্রয়েডের পাশাপাশি আইওএস অপারেটিং সিস্টেমে চলা সব যন্ত্রে চ্যাটবটটি ব্যবহার করা যাবে।
নিউজটি শেয়ার করুন