ফেসবুকে নতুন ফিচার, মেসেঞ্জারেও থাকছে সুবিধা
- আপডেট সময় : ১১:৫১:২৬ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪
- / 117
ওপেনএআইকে চ্যালেঞ্জ দিয়ে এবার নিজেদের সব অ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চ্যাটবট চালু করল মেটা। এর মানে এখন থেকে ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে যুক্ত থাকবে এআই চ্যাটবট। সরাসরি সার্চ ইঞ্জিনেই এই সুবিধা থাকছে। এমনকি এ জন্য আলাদা ওয়েবসাইটও বানিয়েছে মেটা।
সংবাদমাধ্যম সোশ্যাল মিডিয়া নিউজ বলছে, সার্চ ইঞ্জিনে গিয়ে সরাসরি চ্যাটবটকে যেকোনো প্রশ্ন করলেই মিলবে উত্তর। এ ছাড়া মেসেঞ্জারেও পাওয়া যাবে এ চ্যাটবট।
মেটা এআই প্রযুক্তি কাজে লাগিয়ে স্বচ্ছন্দে তথ্য খোঁজার পাশাপাশি বিভিন্ন প্রযুক্তি দ্রুত ব্যবহারের সুযোগ দিতে হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামেও নিজেদের তৈরি এআই চ্যাটবট যুক্ত করেছে মেটা।
মেটা এআই নামের চ্যাটবটটির মাধ্যমে অনলাইন থেকে বিভিন্ন তথ্য খুঁজে পাওয়ার পাশাপাশি পছন্দমতো এআই স্টিকার ও ছবি তৈরি করা যাবে।
প্রাথমিকভাবে এ ফিচার হোয়াটসঅ্যাপের নির্দিষ্ট ব্যবহারকারীর ওপর পরীক্ষা করা হচ্ছে। সহজেই চ্যাটবটটির বিভিন্ন ফিচার চালু বা বন্ধের সুযোগ থাকছে।
অ্যান্ড্রয়েডের পাশাপাশি আইওএস অপারেটিং সিস্টেমে চলা সব যন্ত্রে চ্যাটবটটি ব্যবহার করা যাবে।