কোপার ফাইনাল : শাকিরার কনসার্টের জন্য হাফটাইমের বিরতি ২৫ মিনিট

- আপডেট সময় : ০১:১০:৫১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
- / 156
এবারের কোপা আমেরিকা টুর্নামেন্ট অন্য সব কোপা আমেরিকার থেকে একটু আলাদা। যুক্তরাষ্ট্রে আয়োজন, তার উপর ফাইনালে নেই ব্রাজিল। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফাইনালে যাদের প্রতিপক্ষ ২৩ বছর পর ফাইনালে উঠে আসা কলম্বিয়া। অন্য যেকোন ফাইনালের মতই এটিও হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
ফাইনালে সবাইকে চাঙা রাখতে মেগা কনসার্টের আয়োজন করেছে কোপার আয়োজক কনমেবল কর্তৃপক্ষ। যেখানে গান পরিবেশন করবেন বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরা।
ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে শাকিরার কনসার্ট আয়োজন ম্যাচের শুরুতে নাকি মাঝামাঝি সময়ে করা হবে সেটি নিয়ে আলোচনা চলছিল।
অবশেষে হাফটাইমের বিরতিতেই কনসার্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে হাফটাইমের বিরতি ১৫ মিনিট থেকে বাড়িয়ে ২৫ মিনিট করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে হাফটাইমের বিরতি বাড়ানোয় চারদিকে কনমেবলের সমালোচনা করছে ভক্তরা। এতে করে খেলার ধারাবাহিকতা নষ্ট হবে দলগুলোর- এমনটাই জানাচ্ছে তারা।