সংবাদ শিরোনাম ::
লিটন-মিরাজে ফলোঅন এড়াল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
- আপডেট সময় : ০২:৩০:১৪ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪
- / 84
৩৪ বলে ৬ উইকেট হারানোর ধাক্কা কাটিয়ে ফলোঅন এড়িয়েছে বাংলাদেশ। ফলোঅন এড়াতে প্রয়োজনীয় ১২৫ রান তুলে ফেলেছে তারা। যার মূল কৃতিত্ব লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের।
বল পুরাতন হওয়ার পরেই যেন কিছুটা স্বাচ্ছন্দ্য পেলেন বাংলাদেশের দুই ব্যাটার লিটন কুমার দাস এবং মেহেদি হাসান মিরাজ। সময় নিয়ে ক্রিজে থিতু হয়েছেন। দুজনের ১০০ রানের জুটিতেই শেষ পর্যন্ত ফলো-অন এড়িয়েছে বাংলাদেশ। ঠিক টেস্ট মেজাজের না হলেও দুজনে দেখিয়েছেন এমন উইকেটে কিভাবে খেলতে হয়।
লিটন-মিরাজের শতরানের জুটি
সপ্তম উইকেটে দুজনে মিলে ১০০ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন আছেন। লিটন ৪৮ ও মিরাজ ৪৭ রানে ব্যাট করছেন। বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১২৬।