ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আশা, সহনশীলতা আর পুনর্জাগরণের বার্তায় বর্ষবরণ, গাজায় নিহতদের স্মরণ Logo গসিপ বা পরচর্চা কি স্বাস্থ্যের জন্য উপকারী? Logo মানুষ বেশিদিন বাঁচলেও আয়ুর সর্বোচ্চ সীমা কত? Logo রিতু মনির অনন্য লড়াইয়ে নাটকীয় জয়, শীর্ষে বাংলাদেশ Logo গণঅভ্যুত্থান বৈষম্যহীন সুখী বাংলাদেশ গড়ে তোলার প্রেরণা দিয়েছে : প্রধান উপদেষ্টা Logo আজ চৈত্র সংক্রান্তি, কাল পহেলা বৈশাখ Logo শেখ হাসিনা, রেহানা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি Logo হত‍্যা, দূরর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ আরটিভির সিইওর বিরুদ্ধে Logo ট্রেনের টিকিটেই বিআরটিসি বাসে ভ্রমণ করতে পারবেন যাত্রীরা Logo গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ স্থগিতে চার সংগঠনের চিঠি

সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হারাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১০:২৫:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • / 85
ডেইলি আর্থ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৬০ রানের বড় ব্যবধানে হারিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার দারুণ সুযোগ পেয়েছিলো বাংলাদেশ নারী ক্রিকেট দল; তবে সে জন্য প্রয়োজন ছিল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতেও স্বাগতিক ক্যারিবীয় নারী ক্রিকেট দলের বিপক্ষে জয় কিংবা ম্যাচটি কোনো না কোনোভাবে বাতিল হওয়ার।

দুটোর কোনোটাই হয়নি। উল্টো নিগার সুলতানা জ্যোতিরা হেরেছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে। ১৩৫ বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছায় ক্যারিবীয় নারী ক্রিকেটাররা। এত বড় পরাজয়ের পর পয়েন্ট তালিকায় সেই সাত নম্বরেই রয়ে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের মেয়েরা ৪৩.৫ ওভারে অলআউট হয়েছে মাত্র ১১৮ রান করে। শারমিন আক্তার সর্বোচ্চ ৩৭ রান করেন।

সোবহানা মোস্তারি করেন ২৫ রান এবং ফারজানা হক করেন ২২ রান। আগের ম্যাচে দারুণ ব্যাটিং করা নিগার সুলতানা এই ম্যাচে করেন ১১ রান।

ওয়েস্ট ইন্ডিজ বোলারদের মধ্যে ক্রিশমা রামহারাক ১২ রান দিয়ে নেন ৪ উইকেট। ২ উইকেট নেন জাইদা জেমস ও ১টি করে উইকেট নেন চেরি অ্যান ফ্রেজার, হেইলি ম্যথিউজ ও অ্যাফি ফ্লেচার।

জবাবে ব্যাট করতে নেমে ২৭.৩ ওভারে, ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। হেইলি ম্যাথিউজ ২২ রানে এবং কিয়ানা জোসেফ আউট হন ৩৯ রান করে। ২৫ রানে সেমাইন ক্যাম্পবেল ও ৩৩ রানে দিন্দ্রা দোতিন অপরাজিত থাকেন।

ভারতে অনুষ্ঠিতব্য নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলবে ৬টি দল। এর মধ্যে স্বাগতিক ভারত ছাড়া সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে ৫ দল। ওয়েস্ট ইন্ডিজকে শেষ ম্যাচে হারাতে পারলে বাংলাদেশ নিউজিল্যান্ডকে পেছনে ফেলে উঠে আসতো পয়েন্ট টেবিলের ৫ নম্বরে।

বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ শেষ হওয়ার মধ্য দিয়ে শেষ হলো আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের। শুক্রবার রাতে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ ম্যাচ দিয়ে যে পয়েন্ট দাঁড়ালো, এটাই চূড়ান্ত।

ভারত ছাড়াও নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাচ্ছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। বিশ্বকাপের বাকি চার দল নির্ধারণ করা হবে বাছাই পর্বের মধ্য দিয়ে। বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বাছাই পর্বে অংশ নিতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হারাল বাংলাদেশ

আপডেট সময় : ১০:২৫:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৬০ রানের বড় ব্যবধানে হারিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার দারুণ সুযোগ পেয়েছিলো বাংলাদেশ নারী ক্রিকেট দল; তবে সে জন্য প্রয়োজন ছিল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতেও স্বাগতিক ক্যারিবীয় নারী ক্রিকেট দলের বিপক্ষে জয় কিংবা ম্যাচটি কোনো না কোনোভাবে বাতিল হওয়ার।

দুটোর কোনোটাই হয়নি। উল্টো নিগার সুলতানা জ্যোতিরা হেরেছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে। ১৩৫ বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছায় ক্যারিবীয় নারী ক্রিকেটাররা। এত বড় পরাজয়ের পর পয়েন্ট তালিকায় সেই সাত নম্বরেই রয়ে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের মেয়েরা ৪৩.৫ ওভারে অলআউট হয়েছে মাত্র ১১৮ রান করে। শারমিন আক্তার সর্বোচ্চ ৩৭ রান করেন।

সোবহানা মোস্তারি করেন ২৫ রান এবং ফারজানা হক করেন ২২ রান। আগের ম্যাচে দারুণ ব্যাটিং করা নিগার সুলতানা এই ম্যাচে করেন ১১ রান।

ওয়েস্ট ইন্ডিজ বোলারদের মধ্যে ক্রিশমা রামহারাক ১২ রান দিয়ে নেন ৪ উইকেট। ২ উইকেট নেন জাইদা জেমস ও ১টি করে উইকেট নেন চেরি অ্যান ফ্রেজার, হেইলি ম্যথিউজ ও অ্যাফি ফ্লেচার।

জবাবে ব্যাট করতে নেমে ২৭.৩ ওভারে, ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। হেইলি ম্যাথিউজ ২২ রানে এবং কিয়ানা জোসেফ আউট হন ৩৯ রান করে। ২৫ রানে সেমাইন ক্যাম্পবেল ও ৩৩ রানে দিন্দ্রা দোতিন অপরাজিত থাকেন।

ভারতে অনুষ্ঠিতব্য নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলবে ৬টি দল। এর মধ্যে স্বাগতিক ভারত ছাড়া সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে ৫ দল। ওয়েস্ট ইন্ডিজকে শেষ ম্যাচে হারাতে পারলে বাংলাদেশ নিউজিল্যান্ডকে পেছনে ফেলে উঠে আসতো পয়েন্ট টেবিলের ৫ নম্বরে।

বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ শেষ হওয়ার মধ্য দিয়ে শেষ হলো আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের। শুক্রবার রাতে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ ম্যাচ দিয়ে যে পয়েন্ট দাঁড়ালো, এটাই চূড়ান্ত।

ভারত ছাড়াও নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাচ্ছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। বিশ্বকাপের বাকি চার দল নির্ধারণ করা হবে বাছাই পর্বের মধ্য দিয়ে। বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বাছাই পর্বে অংশ নিতে হবে।