নিষেধাজ্ঞায় পড়লেন মার্তিনেস
- আপডেট সময় : ০৩:১৩:৪০ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ২৭ বার পড়া হয়েছে
ফরাসি ক্লাব লিলের বিপক্ষে উয়েফা ইউরোপা কনফারেন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসের বিপক্ষে খেলতে পারবেন না অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে দুই লেগ মিলিয়ে তিনটি হলুদ কার্ড দেখায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি।
শেষ আটের ফিরতি লেগে ফরাসি ক্লাব লিলের বিপক্ষে টাইব্রেকারে দুটি শট ঠেকিয়ে আলো কাড়েন মার্তিনেস। অ্যাস্টন ভিলাকে টুর্নামেন্টের সেমিফাইনালে তোলেন।
তবে সে ম্যাচে মার্তিনেসের বীরত্ব ছাপিয়ে আলোচনায় ছিল হলুদ কার্ড ইস্যু। ম্যাচটিতে দুই বার হলুদ কার্ড দেখেও মাঠ ছাড়তে হয়নি মার্তিনেসকে। লিল আবেদন জানালেও উয়েফার নিয়মের কারণে বেঁচে যান তিনি।
একই ম্যাচে দুই বার হলুদ কার্ড দেখলেও সেটি লাল কার্ডে পরিণত হয়নি।
কারণ, ম্যাচের নির্ধারিত সময়ের কার্ড ও টাইব্রেকারের কার্ডের হিসেব আলাদা হয়। তবে সেটি আবার সামগ্রিক কার্ড হিসেবে দেখানো হয়। দুই লেগ মিলিয়ে তিনটি হলুদ কার্ড দেখায় উয়েফার নিয়ম অনুযায়ী এক ম্যাচ নিষিদ্ধ মার্তিনেস।
সাম্প্রতি টাইব্রেকারের জন্য বিখ্যাত হয়ে উঠেছেন মার্তিনেস।
কাতার বিশ্বকাপের ফাইনালে স্নায়ুচাপের পরীক্ষায় ফ্রান্সকে হারানোর কৃতিত্ব অনেকাংশে মার্তিনেসের। ক্লাব ও দেশের হয়ে সর্বশেষ পাঁচটি টাইব্রেকারের সবগুলোতে জয় এনে দেন তিনি।