ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ বলেই আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪
  • / 91
ডেইলি আর্থ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা মোটেও ভালো হয়নি শ্রীলঙ্কার। আসরে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেটের ব্যবধানে হেরেছে তারা। ঘুরে দাঁড়াতে মরিয়া লঙ্কানরা এবার বাংলাদেশকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে। এজন্য বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছে তারা।

এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে লঙ্কানরা। টাইগারদের বিপক্ষে মাঠে নামার আগে শ্রীলঙ্কার সহকারী কোচ থিলান কান্দাম্বি জানালেন, এই ম্যাচের আগে বাড়তি চাপ নিচ্ছে না দল।

শ্রীলঙ্কার ব্যাটিং কোচ থিলিনা কান্ডাম্বি বলেন, আমার মনে হয় সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিপক্ষে আমরা ভালো ক্রিকেট খেলেছি। এই ম্যাচ খেলার জন্য আমাদের সেই আত্মবিশ্বাস এবং মোমেন্টাম আছে।

আমাদের ছেলেরা আত্মবিশ্বাসী। সাম্প্রতি বাংলাদেশের বিপক্ষে আমরা সিরিজ জিতেছি, সেই আত্মবিশ্বাসকে পুঁজি করে সামনে এগিয়ে যেতে চাই।’

বিশ্বকাপের আগে বাংলাদেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলে গেছে শ্রীলঙ্কা। সেখানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে। এছাড়া পরিসংখ্যানেও এগিয়ে তারা। ১৫ বারের দেখায় ১০ বারই জিতেছে লঙ্কানরা।

ডালাসে বাংলাদেশ সময় আগামীকাল সকাল সাড়ে ৬টায় মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। এই ম্যাচ হারলে সুপার এইটের দৌড় থেকে একপ্রকার ছিটকে যাবেন ২০১৪ সালের চ্যাম্পিয়নরা।

আগের ম্যাচে করা ভুল এই ম্যাচে শুধরানোর ব্যাপারে আশাবাদি থিলিনা, ‘এটা আসলে একটা ম্যাচের ব্যাপার।

আমরা ভালো ব্যাটিং করিনি কিন্তু নিউ ইয়র্কে আমাদের বোলার এবং ফিল্ডাররা এত অল্প রান ডিফেন্ড করতে যে লড়াইটা করেছে সেটা দারুণ। ছেলেদের উপর আমার ভরসা আছে এবং ব্যাটাররা সবাই অনেক ম্যাচ খেলে ফেলেছে তারা যেকোন সময়ই ফিরে আসবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশ বলেই আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা

আপডেট সময় : ০৪:১৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা মোটেও ভালো হয়নি শ্রীলঙ্কার। আসরে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেটের ব্যবধানে হেরেছে তারা। ঘুরে দাঁড়াতে মরিয়া লঙ্কানরা এবার বাংলাদেশকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে। এজন্য বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছে তারা।

এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে লঙ্কানরা। টাইগারদের বিপক্ষে মাঠে নামার আগে শ্রীলঙ্কার সহকারী কোচ থিলান কান্দাম্বি জানালেন, এই ম্যাচের আগে বাড়তি চাপ নিচ্ছে না দল।

শ্রীলঙ্কার ব্যাটিং কোচ থিলিনা কান্ডাম্বি বলেন, আমার মনে হয় সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিপক্ষে আমরা ভালো ক্রিকেট খেলেছি। এই ম্যাচ খেলার জন্য আমাদের সেই আত্মবিশ্বাস এবং মোমেন্টাম আছে।

আমাদের ছেলেরা আত্মবিশ্বাসী। সাম্প্রতি বাংলাদেশের বিপক্ষে আমরা সিরিজ জিতেছি, সেই আত্মবিশ্বাসকে পুঁজি করে সামনে এগিয়ে যেতে চাই।’

বিশ্বকাপের আগে বাংলাদেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলে গেছে শ্রীলঙ্কা। সেখানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে। এছাড়া পরিসংখ্যানেও এগিয়ে তারা। ১৫ বারের দেখায় ১০ বারই জিতেছে লঙ্কানরা।

ডালাসে বাংলাদেশ সময় আগামীকাল সকাল সাড়ে ৬টায় মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। এই ম্যাচ হারলে সুপার এইটের দৌড় থেকে একপ্রকার ছিটকে যাবেন ২০১৪ সালের চ্যাম্পিয়নরা।

আগের ম্যাচে করা ভুল এই ম্যাচে শুধরানোর ব্যাপারে আশাবাদি থিলিনা, ‘এটা আসলে একটা ম্যাচের ব্যাপার।

আমরা ভালো ব্যাটিং করিনি কিন্তু নিউ ইয়র্কে আমাদের বোলার এবং ফিল্ডাররা এত অল্প রান ডিফেন্ড করতে যে লড়াইটা করেছে সেটা দারুণ। ছেলেদের উপর আমার ভরসা আছে এবং ব্যাটাররা সবাই অনেক ম্যাচ খেলে ফেলেছে তারা যেকোন সময়ই ফিরে আসবে।’