৩৩ বছর ‘লন্ডনে অপরাজিত’ শ্রীলঙ্কা

- আপডেট সময় : ১০:৪৪:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪
- / 124
স্বাগতিক ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু আজ। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল ৪টায় লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে দু’দল। সিরিজে এগিয়ে থাকলেও এই ম্যাচ নিয়ে বাড়তি একটা চিন্তা রয়েছে ইংলিশ শিবিরে।
গত তিন দশকেরও বেশি সময়ে এই শহরের দুই মাঠ দ্য ওভাল ও লর্ডসে লঙ্কানদের হারাতে পারেনি স্বাগতিকরা। ১৯৯১ সালে শেষবার এখানে হেরেছিলো শ্রীলঙ্কা।
দু’দলের সার্বিক পরিসংখ্যানে ১৯৯৮ থেকে এখন পর্যন্ত লন্ডনে তারা মুখোমুখি হয়েছে মোট ৬ বার। এর মাঝে একটি ম্যাচ জিতেছে লঙ্কানরা (দ্য ওভাল), বাকি ৫টি ম্যাচের সবকটি হয়েছে ড্র এবং খেলাগুলো হয়েছে লর্ডসে।
এদিকে সুখের রেকর্ডের পাশাপাশি লঙ্কানদের রয়েছে হারের রেকর্ডও, গত এক দশকে তারা টেস্টে হারাতে পারেনি ইংলিশদের। শেষবার ২০১৪ সালে লিডসে জয় পেয়েছিলো তারা।
উল্লেখ্য, চলমান সিরিজের প্রথম টেস্টে সফরকারীদের ৫ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে ইংল্যান্ড।