প্রিমিয়ার লিগের এক ম্যাচে সর্বোচ্চ হলুদ কার্ডের রেকর্ড
- আপডেট সময় : ০১:৪০:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
- / 77
ইংলিশ প্রিমিয়ার লিগের এক ম্যাচে হলুদ কার্ডের রেকর্ড গড়েছে চেলসি বনাম বোর্নমাউথের মধ্যকার লড়াই। ফাউলজনিত কারণে শাস্তি পাওয়ার দিক থেকে প্রিমিয়ার লিগের আগের রেকর্ড (১৩টি) ভেঙে দিয়েছে এই ম্যাচটি। যেখানে রেফারি অ্যান্থনি টেইলর চেলসি-বোর্নমাউথের ফুটবলারদের ১৪টি হলুদ কার্ড দেখিয়েছেন।
দুই দল পুরো ম্যাচে ২৫টি ফাউল করেছে। তার মধ্যে ১৪ বার হলুদ কার্ড দেখাতে হয়েছে রেফারিকে। অখেলোয়াড় সুলভ আচরণের দায়ে বিব্রতকর রেকর্ড গড়ে ফেলেছে প্রিমিয়ার লিগের ম্যাচটি। প্রথমার্ধে চেলসি গোলরক্ষক রবার্ট সানচেজকে হলুদ কার্ড দেখানোয় পেনাল্টি পায় বোর্নমাউথ, একই সময়ে দুই দলের ম্যানেজাররাও উত্তপ্ত বাদানুবাদে জড়িয়ে পড়েন। যদিও তাদের কোনো কার্ড দেখাননি রেফারি।
এদিকে, পেনাল্টি পেলেও কাজে লাগাতে পারেনি বোর্নমাউথ। ম্যাচের শেষদিকে একমাত্র গোলে চেলসিকে জয় এনে দেন ক্রিস্টোফার এনকুনকু। সাবেক ইংলিশ চ্যাম্পিয়নদের জার্সিতে নিজের অভিষেক ম্যাচ খেলতে নেমে এই গোলে অ্যাসিস্ট করেন জ্যাডন সাঞ্চো। এ নিয়ে এনজো মারেসকার চেলসি প্রিমিয়ার লিগের চার ম্যাচে দ্বিতীয় জয় পেল। যা তাদের টেবিলের সাতে তুলে দিয়েছে।
এর আগে প্রিমিয়ার লিগের এক ম্যাচে সর্বোচ্চ ১৩টি হলুদ কার্ডের রেকর্ডটি হয়েছিল গত মৌসুমে। শেফিল্ড ইউনাইটেডকে সেই ম্যাচে ২-১ গোলে হারায় টটেনহ্যাম। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে পরপর দুই গোল করে নাটকীয় জয় পায় এনজে পোস্তেকোগলুর শিষ্যরা। অন্যদিকে, শেফিল্ড ইউনাইটেড ম্যাচ শেষ করার আগে ১০ জনের দলে পরিণত হয়, কারণ দলটির ফুটবলার ওলি ম্যাকবার্নি দ্বিতীয় হলুদ কার্ডের কারণে মাঠ ছাড়তে হয়। যা নিয়ে পুরো ম্যাচে হলুদ কার্ড দাঁড়ায় ১৩টিতে।
চেলসি তাদের পরবর্তী ম্যাচ খেলবে আগামী শনিবার লন্ডনে ওয়েস্ট হামের বিপক্ষে। মাঝে মারেসকার দলটি প্রায় এক সপ্তাহ বিরতি পাচ্ছে। একইদিন বোর্নমাউথের পরবর্তী ম্যাচ লিভারপুলের বিপক্ষে। অ্যানফিল্ডে তাদের নিশ্চয়ই আরও বড় পরীক্ষায় পড়তে হতে পারে, কারণ আর্নে স্লটের লিভারপুল গতকাল হেরেছে নটিংহ্যাম ফরেস্টের কাছে। লিগ টেবিলে লিভারপুল দুই এবং বোর্নমাউথ ১১–তে অবস্থান করছে।