ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

হতাশ গাভাস্কার

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৩১:৪১ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
  • / 61
ডেইলি আর্থ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুই দলের দুই কিংবদন্তিকে সম্মান জানানোর উদ্দেশ্যেই অস্ট্রেলিয়া-ভারত টেস্ট সিরিজের নাম হয়েছে বোর্ডার-গাভাস্কার ট্রফি। তাই সিরিজ শেষে জয়ী দলকে ট্রফি তুলে দেবেন দুই কিংবদন্তি এমনটাই হওয়ার কথা। সেই অপেক্ষায় ছিলেন সুনীল গাভাস্কারও।

কিন্তু ট্রফি তুলে দেওয়ার সময় ভিন্ন কিছুই দেখা গেল।

সিডনিতে উপস্থিত থাকলেও পুরস্কার বিতরণী মঞ্চে দেখা যায়নি গাভাস্কারকে। দূর থেকেই দেখলেন তার বন্ধু অ্যালান বোর্ডারকে জয়ী দল অস্ট্রেলিয়াকে ট্রফি তুলে দিতে। এমনটা দেখে কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। হতাশ হয়েছেন ভারতের সাবেক ব্যাটারও।

নিজের হতাশা পরে লুকাননি গাভাস্কার। অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম কোড স্পোর্টসকে বলেছেন, ‘অবশ্যই, সেখানে (পুরস্কার বিতরণী মঞ্চে) থাকতে পারলে ভালো লাগত। এটা বোর্ডার-গাভাস্কার ট্রফি, অস্ট্রেলিয়া ও ভারতের টেস্ট সিরিজ।

অস্ট্রেলিয়া জিতেছে বলেই পুরস্কার মঞ্চে থাকতে পারব না, আমার ক্ষেত্রে এমনটা হওয়া উচিত হয়নি।

ভালো ক্রিকেট খেলেছে বলেই তারা জিতেছে। ঠিক আছে। একজন ভারতীয় হওয়ার কারণেই (ট্রফি দিতে পারিনি)। বন্ধু অ্যালান বোর্ডারের সঙ্গে ট্রফি দিতে পারলে খুশি হতাম।’

ঘটনাটি প্রকাশ্যে আসার পর দুঃখ প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

এক বিবৃতিতে সিএ লিখেছে, ‘আমরা স্বীকার করছি, সুনীল গাভাস্কার ও অ্যালান বোর্ডার দুজনকেই মঞ্চে যেতে বলা ভালো হতো।’

৩-১ ব্যবধানে এবারের সিরিজ জিতে ১০ বছরের অপেক্ষা ফুরিয়েছে অস্ট্রেলিয়া। সিরিজ জয়ের মধ্যে দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও নিশ্চিত করেছে প্যাট কামিন্সের দল। আগামী জুনে লর্ডসের ফাইনালে ডিফেন্ডিং টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হতাশ গাভাস্কার

আপডেট সময় : ০৯:৩১:৪১ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫

দুই দলের দুই কিংবদন্তিকে সম্মান জানানোর উদ্দেশ্যেই অস্ট্রেলিয়া-ভারত টেস্ট সিরিজের নাম হয়েছে বোর্ডার-গাভাস্কার ট্রফি। তাই সিরিজ শেষে জয়ী দলকে ট্রফি তুলে দেবেন দুই কিংবদন্তি এমনটাই হওয়ার কথা। সেই অপেক্ষায় ছিলেন সুনীল গাভাস্কারও।

কিন্তু ট্রফি তুলে দেওয়ার সময় ভিন্ন কিছুই দেখা গেল।

সিডনিতে উপস্থিত থাকলেও পুরস্কার বিতরণী মঞ্চে দেখা যায়নি গাভাস্কারকে। দূর থেকেই দেখলেন তার বন্ধু অ্যালান বোর্ডারকে জয়ী দল অস্ট্রেলিয়াকে ট্রফি তুলে দিতে। এমনটা দেখে কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। হতাশ হয়েছেন ভারতের সাবেক ব্যাটারও।

নিজের হতাশা পরে লুকাননি গাভাস্কার। অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম কোড স্পোর্টসকে বলেছেন, ‘অবশ্যই, সেখানে (পুরস্কার বিতরণী মঞ্চে) থাকতে পারলে ভালো লাগত। এটা বোর্ডার-গাভাস্কার ট্রফি, অস্ট্রেলিয়া ও ভারতের টেস্ট সিরিজ।

অস্ট্রেলিয়া জিতেছে বলেই পুরস্কার মঞ্চে থাকতে পারব না, আমার ক্ষেত্রে এমনটা হওয়া উচিত হয়নি।

ভালো ক্রিকেট খেলেছে বলেই তারা জিতেছে। ঠিক আছে। একজন ভারতীয় হওয়ার কারণেই (ট্রফি দিতে পারিনি)। বন্ধু অ্যালান বোর্ডারের সঙ্গে ট্রফি দিতে পারলে খুশি হতাম।’

ঘটনাটি প্রকাশ্যে আসার পর দুঃখ প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

এক বিবৃতিতে সিএ লিখেছে, ‘আমরা স্বীকার করছি, সুনীল গাভাস্কার ও অ্যালান বোর্ডার দুজনকেই মঞ্চে যেতে বলা ভালো হতো।’

৩-১ ব্যবধানে এবারের সিরিজ জিতে ১০ বছরের অপেক্ষা ফুরিয়েছে অস্ট্রেলিয়া। সিরিজ জয়ের মধ্যে দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও নিশ্চিত করেছে প্যাট কামিন্সের দল। আগামী জুনে লর্ডসের ফাইনালে ডিফেন্ডিং টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।