জিতেও ইউরোপা লিগ থেকে বিদায় লিভারপুলের
- আপডেট সময় : ১২:১৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
- / 101
সর্বনাশটা হয়েছিল প্রথম লেগেই। ঘরের মাঠ অ্যানফিল্ডে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আতালান্তার বিপক্ষে ৩-০ গোলে হেরে বসেছিল লিভারপুল। দ্বিতীয় লেগে তাই ১-০ গোলে জিতেও এড়ানো যায়নি বিপদ। দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানের হারে ইউরোপা থেকে বিদায় নিল ইংলিশ এই ক্লাবটি।
সেমিফাইনালের টিকিট কেটেছে ইতালিয়ান ক্লাব আটালান্টা।
বৃহস্পতিবার রাতে ম্যাচের সপ্তম মিনিটেই পেনাল্টি থেকে গোল দিয়ে লিভারপুলকে এগিয়ে নেন মোহাম্মদ সালাহ। ট্রেন্ট–আলেক্সান্দার আর্নল্ডের ক্রস থেকে বক্সে হ্যান্ডবল করেন আতালান্তার এক ডিফেন্ডার। ওই একটি গোলই শেষ পর্যন্ত হয়ে থাকে একমাত্র গোল। দুই লেগ মিলিয়ে জয় তুলে সেমিফাইনালে মার্শেইয়ের মুখোমুখি হওয়া নিশ্চিত করেছে আতালান্তা।
বিদায়ী মৌসুমটা অম্লমধুরই কাটছে ক্লপের। লিগ কাপ জিতেছে তার দল। তবে এফএ কাপে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে বিদায় নিয়েছে তারা। এবার বিদায় নিল ইউরোপা লিগ থেকে। তবে প্রিমিয়ার লিগের আশাটা এখনো ভাঙেনি মোহাম্মদ সালাহদের।
এই মুহূর্তে প্রিমিয়ার লিগে ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে তালিকার সবার ওপরে সিটি। সমান ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল। সমান ৭১ পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে তিন নম্বরে লিভারপুল।