নেদারল্যান্ডসের কাছে আটকে গেল এমবাপ্পে বিহীন ফ্রান্স

- আপডেট সময় : ১০:৩১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪
- / 138
ইউরোর গ্রুপপর্বের অন্যতম হাইভোল্টেজ ম্যাচে নেদারল্যান্ডের সাথে ড্র করেছে ফ্রান্স। লাইপজিগের রেড বুল অ্যারেনায় আসরের অন্যতম ফেভারিট ফ্রান্সের মুখোমুখি হয়েছিল শক্তিশালী নেদারল্যান্ডস। গোল মিসের ম্যাচে শেষ পর্যন্ত ফ্রান্স-নেদারল্যান্ডস ম্যাচটা থেকে গেল ০-০ ড্র।
গুরুত্বপূর্ণ এ ম্যাচে দলের সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই নামতে হয়েছে ফান্সকে।
সুযোগটাও কাজে লাগায় ডাচরা। ম্যাচের শুরুতেই সুযোগ তৈরি করে নেদারল্যান্ডস। প্রথম মিনিটেই ফ্রিমপংয়ের করা শটটা আলতো ছোঁয়ায় বাইরে পাঠিয়ে দেন ফ্রেঞ্চ গোলরক্ষক মাইক মাইগনান।
ম্যাচটা প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যেতে পারত ফ্রান্স। কিন্তু পারেনি, কারণ আঁতোয়ান গ্রিজমান একের পর এক সুযোগ নষ্ট করে গেলেন। ১৭তম মিনিটে ফ্রেঞ্চ রক্ষণে দারুণ এক আক্রমণ নেদারল্যান্ডসের। বাঁ প্রান্ত থেকে বক্সের কোণায় ঢুকে ডান পায়ে দারুণ এক বাঁকানো শট নেন গাকপো। গোলপোস্টে ঢুকার আগেই দুর্দান্ত সেইভ করেন মাইগনান।
দ্বিতীয়ার্ধে যেন আরও গোছালো ফ্রান্স। কিন্তু আবার সুযোগ নষ্ট করেন গ্রিজমান। তবে ফ্রান্সের এই একের পর এক আক্রমনের মাঝেই সুযোগ পেয়ে পাল্টা আক্রমনে গোল করে বসেন সিমন্স। মেম্ফিস ডিপাইয়ের শট ফ্রান্সের গোলরক্ষক মাইক মাইনন ঠেকিয়ে দেওয়ার পর ফিরতি বল দারুণ এক শটে জালে পাঠান সিমন্স। রেফারির অফসাইডের পতাকা তোলেন, কিছুটা বিতর্কিত হলেও ভিএআরে দেওয়া হয় অফসাইড।
ভিএআর দীর্ঘ সময় নিয়ে যে অফসাইডের সিদ্ধান্ত বহাল রাখে। পর দুই দলের কেউই আর পরিস্কার গোলের সুযোগ তৈরি করতে পারেননি।
গ্রুপে ফ্রান্স নিজেদের শেষ ম্যাচটা খেলবে আগামী মঙ্গলবার পোল্যান্ডের বিপক্ষে। একই দিন একই সময়ে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ অস্ট্রিয়া।