ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

 

এশিয়া কাপ সেমিফাইনাল

ভারতকে মাত্র ৮১ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪
  • / 80

এশিয়া কাপ সেমিফাইনাল

ডেইলি আর্থ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

বাংলাদেশের মেয়েদের ক্রিকেটের ইতিহাসে আজ দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের ফাইনালে ওঠার হাতছানি।

কিন্তু সে ম্যাচেই কিনা এমন হতশ্রী ব্যাটিং করল বাংলাদেশ!

নারী এশিয়া কাপের সেমিফাইনালে ভারতকে মাত্র ৮১ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশের মেয়েরা।

নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮০ রান করেছে বাংলাদেশ। ফাইনালে ওঠতে হলে এখন দায়িত্ব নিয়ে বোলিং করতে হবে নিগার সুলতানা জ্যোতির দলকে। এশিয়া কাপ সেমিফাইনাল

ভারতের বিপক্ষে ম্যাচের শুরুতেই টস ভাগ্য বাংলাদেশের পক্ষে যায়।

কিন্তু টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে যেন নিজেদের বিপদই ডেকে এনেছে নিগার সুলতানা জ্যোতির দল।

ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের ব্যাটাররা।

ভারতীয় পেসার রেনুকা ঠাকুরের গতির কাছে প্রথম পাঁচ ওভারেই ২১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশের টপ অর্ডার।

শুরুর ধাক্কা আর সামলে উঠতে পারেননি নিগার সুলতানারা। নিগারই যা একটু লড়েছেন, ৩২ রান করেছেন।

এর বাইরে তেমন বলার মতো কিছু বলতে স্বর্ণা আক্তারের ১৮ বলে ১৯ রান।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৮০ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

শেষ ওভারে কোনো রানই নিতে পারেনি, উইকেট হারিয়েছে দুটি।

আগে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলে স্কয়ার লেগে বিশাল এক ছক্কা মেরে আগ্রাসী ব্যাটিংয়ের

বার্তা দেন বাংলাদেশের ওপেনার দিলারা আক্তার। তবে এর পরের বলেই রেনুকা ঠাকুরের বলে মিড উইকেটে

ক্যাচ দিয়ে বসেন দিলারা (৪ বলে ৬রান)। দলীয় ৭ রানে প্রথম উইকেটের পতনের পর বাংলাদেশের ব্যাটিং অর্ডারে ধস নামে।

এশিয়া কাপ সেমিফাইনাল

টানা দুই ম্যাচে ফিফটি পাওয়া আরেক ওপেনার মুর্শিদা খাতুন চেষ্টা করেন ইসমা তানজিমের সঙ্গে মিলে রানের গতি বাড়ানোর।

দ্বিতীয় ওভারে ভারতীয় পেসার পূজা বস্ত্রকারকে দুটি চার মেরে ইসমা আগ্রাসী ব্যাটিংয়ের বার্তা দেন।

তবে আবারও সেই রেনুকা ঠাকুর তাঁর দ্বিতীয় ওভারে উইকেটের দেখা পান।

রেনুকার বলে ক্যাচ আউট হয়ে ফেরার আগে ১০ বলে ৮ রান করেন ইসমা।

নিজের প্রথম দুই ওভারে দুই উইকেট নেয়া রেনুকা ইনিংসের পঞ্চম ওভারে ফেরান ফর্মে থাকা ব্যাটার মুর্শিদা খাতুনকে।

মিড উইকেটে বড় শট খেলতে গিয়ে শেফালি ভার্মার কাছে ক্যাচ দিয়ে বসেন মুর্শিদা (৪)।

দলীয় ২১ রানে ৩ উইকেট হারিয়ে দ্রুত অলআউট হওয়ার শঙ্কায় পড়ে বাংলাদেশ।

মাঝের ওভারগুলোতে নিগার সুলতানা জ্যোতি একাই লড়াই চালিয়ে গেছেন।

এক প্রান্তে দাঁড়িয়ে থেকে বাকি ব্যাটারদের আসা যাওয়া দেখেছেন ১৪তম ওভারের ভেতর ৫০ রান তোলার আগেই ৬ উইকেট হারায় বাংলাদেশ।

ভারতের হয়ে ৪ ওভারে ২০টি ডট বল দিয়ে ১০ রানে ৩ উইকেট নেন রেনুকা ঠাকুর।

 

নিউজটি শেয়ার করুন

 

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

 

ট্যাগস :

 

 

এশিয়া কাপ সেমিফাইনাল

ভারতকে মাত্র ৮১ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা

আপডেট সময় : ০৪:২১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪

 

বাংলাদেশের মেয়েদের ক্রিকেটের ইতিহাসে আজ দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের ফাইনালে ওঠার হাতছানি।

কিন্তু সে ম্যাচেই কিনা এমন হতশ্রী ব্যাটিং করল বাংলাদেশ!

নারী এশিয়া কাপের সেমিফাইনালে ভারতকে মাত্র ৮১ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশের মেয়েরা।

নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮০ রান করেছে বাংলাদেশ। ফাইনালে ওঠতে হলে এখন দায়িত্ব নিয়ে বোলিং করতে হবে নিগার সুলতানা জ্যোতির দলকে। এশিয়া কাপ সেমিফাইনাল

ভারতের বিপক্ষে ম্যাচের শুরুতেই টস ভাগ্য বাংলাদেশের পক্ষে যায়।

কিন্তু টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে যেন নিজেদের বিপদই ডেকে এনেছে নিগার সুলতানা জ্যোতির দল।

ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের ব্যাটাররা।

ভারতীয় পেসার রেনুকা ঠাকুরের গতির কাছে প্রথম পাঁচ ওভারেই ২১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশের টপ অর্ডার।

শুরুর ধাক্কা আর সামলে উঠতে পারেননি নিগার সুলতানারা। নিগারই যা একটু লড়েছেন, ৩২ রান করেছেন।

এর বাইরে তেমন বলার মতো কিছু বলতে স্বর্ণা আক্তারের ১৮ বলে ১৯ রান।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৮০ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

শেষ ওভারে কোনো রানই নিতে পারেনি, উইকেট হারিয়েছে দুটি।

আগে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলে স্কয়ার লেগে বিশাল এক ছক্কা মেরে আগ্রাসী ব্যাটিংয়ের

বার্তা দেন বাংলাদেশের ওপেনার দিলারা আক্তার। তবে এর পরের বলেই রেনুকা ঠাকুরের বলে মিড উইকেটে

ক্যাচ দিয়ে বসেন দিলারা (৪ বলে ৬রান)। দলীয় ৭ রানে প্রথম উইকেটের পতনের পর বাংলাদেশের ব্যাটিং অর্ডারে ধস নামে।

এশিয়া কাপ সেমিফাইনাল

টানা দুই ম্যাচে ফিফটি পাওয়া আরেক ওপেনার মুর্শিদা খাতুন চেষ্টা করেন ইসমা তানজিমের সঙ্গে মিলে রানের গতি বাড়ানোর।

দ্বিতীয় ওভারে ভারতীয় পেসার পূজা বস্ত্রকারকে দুটি চার মেরে ইসমা আগ্রাসী ব্যাটিংয়ের বার্তা দেন।

তবে আবারও সেই রেনুকা ঠাকুর তাঁর দ্বিতীয় ওভারে উইকেটের দেখা পান।

রেনুকার বলে ক্যাচ আউট হয়ে ফেরার আগে ১০ বলে ৮ রান করেন ইসমা।

নিজের প্রথম দুই ওভারে দুই উইকেট নেয়া রেনুকা ইনিংসের পঞ্চম ওভারে ফেরান ফর্মে থাকা ব্যাটার মুর্শিদা খাতুনকে।

মিড উইকেটে বড় শট খেলতে গিয়ে শেফালি ভার্মার কাছে ক্যাচ দিয়ে বসেন মুর্শিদা (৪)।

দলীয় ২১ রানে ৩ উইকেট হারিয়ে দ্রুত অলআউট হওয়ার শঙ্কায় পড়ে বাংলাদেশ।

মাঝের ওভারগুলোতে নিগার সুলতানা জ্যোতি একাই লড়াই চালিয়ে গেছেন।

এক প্রান্তে দাঁড়িয়ে থেকে বাকি ব্যাটারদের আসা যাওয়া দেখেছেন ১৪তম ওভারের ভেতর ৫০ রান তোলার আগেই ৬ উইকেট হারায় বাংলাদেশ।

ভারতের হয়ে ৪ ওভারে ২০টি ডট বল দিয়ে ১০ রানে ৩ উইকেট নেন রেনুকা ঠাকুর।