ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

 

দুই মাস পর ফিরেই জোড়া গোলে মায়ামিকে জেতালেন মেসি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১০:১১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
  • / 52
ডেইলি আর্থ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

চোট কাটিয়ে দুই মাস পর মাঠে ফেরাটা নিজেস্ব স্টাইলে রাঙালেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকা করলেন জোড়া গোল। দলের অন্য গোলেও রাখলেন অবদান। মেজর লিগ সকারে ঘুরে দাঁড়িয়ে ফিলাডেলফিয়াকে হারাল ইন্টার মায়ামিও। ঘরের মাঠ ফ্লোরিডার চেস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার সকালে ৩-১ গোলে জিতেছে মায়ামি। ম্যাচের যোগ করা সময়ে লুইস সুয়ারেজের ব্যবধান বাড়ানো গোলটিতে অ্যাসিস্ট ছিলেন মেসি।

রোববার (১৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই উজ্জীবিত হয়ে খেলতে থাকে মায়ামি। মেসিকে পেয়ে পুরো দল যেন চাঙ্গা হয়ে ওঠে। তবে খেলার বিপরীতে শুরুতেই গোল করে মায়ামিকে স্তব্ধ করে দেয় ফিলাডেলফিয়া। ম্যাচের ২ মিনিটেই পিছিয়ে পড়ে মায়ামি। ফিলাডেলফিয়াকে এগিয়ে দেওয়া গোলটি করেন মিকায়েল উরে। এরপরই শুরু মেসির জাদু। মাত্র চার মিনিটের মধ্যে জোড়া গোল করে মায়ামির দর্শকদের মাতিয়ে দেন আর্জেন্টাইন জাদুকর।

মেসিকে দুটি গোলের যোগান দিয়েছেন সাবেক দুই বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেজ ও জর্দি আলবা। ২৬ মিনিটে সেন্ট্রাল বক্সে প্রতিপক্ষের একজনকে কাটিয়ে ডান পায়ে শট নেন। এরপর ৩০ মিনিটে আলবার বাড়ানো বল এক স্পর্শে জালে জড়ান মেসি।

২-১ গোলে এগিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করা মায়ামি গোলের দেখা পায় ম্যাচের শেষভাগে এসে। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৮ মিনিটে গোলটি করেন সুয়ারেজ। উরুগুয়ের ফরোয়ার্ডকে গোলটি করতে সহায়তা করেছেন বন্ধু মেসি।

এ জয়ে এমএলএসের ২৮ ম্যাচ শেষে ৬২ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্স অঞ্চলের তালিকার শীর্ষস্থান পাকাপোক্ত করল মায়ামি। দুইয়ে থাকা সিনসিনাটির চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে আছে ফ্লোরিডার ক্লাবটি। ইস্টার্ন ও ওয়েস্টার্ন কনফারেন্স বিবেচনায় নিলেও মেসির মায়ামিই সবার ওপরে।

 

নিউজটি শেয়ার করুন

 

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

 

ট্যাগস :

 

 

দুই মাস পর ফিরেই জোড়া গোলে মায়ামিকে জেতালেন মেসি

আপডেট সময় : ১০:১১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

 

চোট কাটিয়ে দুই মাস পর মাঠে ফেরাটা নিজেস্ব স্টাইলে রাঙালেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকা করলেন জোড়া গোল। দলের অন্য গোলেও রাখলেন অবদান। মেজর লিগ সকারে ঘুরে দাঁড়িয়ে ফিলাডেলফিয়াকে হারাল ইন্টার মায়ামিও। ঘরের মাঠ ফ্লোরিডার চেস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার সকালে ৩-১ গোলে জিতেছে মায়ামি। ম্যাচের যোগ করা সময়ে লুইস সুয়ারেজের ব্যবধান বাড়ানো গোলটিতে অ্যাসিস্ট ছিলেন মেসি।

রোববার (১৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই উজ্জীবিত হয়ে খেলতে থাকে মায়ামি। মেসিকে পেয়ে পুরো দল যেন চাঙ্গা হয়ে ওঠে। তবে খেলার বিপরীতে শুরুতেই গোল করে মায়ামিকে স্তব্ধ করে দেয় ফিলাডেলফিয়া। ম্যাচের ২ মিনিটেই পিছিয়ে পড়ে মায়ামি। ফিলাডেলফিয়াকে এগিয়ে দেওয়া গোলটি করেন মিকায়েল উরে। এরপরই শুরু মেসির জাদু। মাত্র চার মিনিটের মধ্যে জোড়া গোল করে মায়ামির দর্শকদের মাতিয়ে দেন আর্জেন্টাইন জাদুকর।

মেসিকে দুটি গোলের যোগান দিয়েছেন সাবেক দুই বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেজ ও জর্দি আলবা। ২৬ মিনিটে সেন্ট্রাল বক্সে প্রতিপক্ষের একজনকে কাটিয়ে ডান পায়ে শট নেন। এরপর ৩০ মিনিটে আলবার বাড়ানো বল এক স্পর্শে জালে জড়ান মেসি।

২-১ গোলে এগিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করা মায়ামি গোলের দেখা পায় ম্যাচের শেষভাগে এসে। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৮ মিনিটে গোলটি করেন সুয়ারেজ। উরুগুয়ের ফরোয়ার্ডকে গোলটি করতে সহায়তা করেছেন বন্ধু মেসি।

এ জয়ে এমএলএসের ২৮ ম্যাচ শেষে ৬২ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্স অঞ্চলের তালিকার শীর্ষস্থান পাকাপোক্ত করল মায়ামি। দুইয়ে থাকা সিনসিনাটির চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে আছে ফ্লোরিডার ক্লাবটি। ইস্টার্ন ও ওয়েস্টার্ন কনফারেন্স বিবেচনায় নিলেও মেসির মায়ামিই সবার ওপরে।