এনসিএল টি-২০ ফাইনাল আজ
- আপডেট সময় : ০৯:৩৩:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
- / 17
এনসিএল টি২০ লিগ নিয়ে ক্রিকেটার ও কোচিং স্টাফ খুব উচ্ছ্বসিত। এই লিগ থেকে ক্রিকেটারদের অনেক অর্জন বলে দাবি ঢাকা মেট্রোর কোচ মিজানুর রহমান বাবুলের। আর অনেক অর্জনের টি২০ লিগটির সমাপ্তি হতে যাচ্ছে আজ রংপুর বিভাগ ও ঢাকা মেট্রোর মধ্যকার ফাইনাল দিয়ে।
উভয় দলই লিগের প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো ক্রিকেট খেলে ফাইনালে উন্নীত হয়েছে। তাই শিরোপা নির্ধারণী ম্যাচে কোনো এক দলকে ফেভারিটের তকমা দেওয়া যাবে না।
চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে উভয় দলই নিজেদের যোগ্য মনে করে। মেট্রোর কোচ বাবুল সমন্বিত পারফরম্যান্স দিয়ে ফাইনাল জিততে চান। রংপুরের অধিনায়ক আকবর আলী ফাইনালকে দেখছেন আরেকটি নকআউট ম্যাচ হিসেবে। যে ম্যাচে জয়ই শেষ কথা তাঁর।
লিগ পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন ঢাকা মেট্রো। কোয়ালিফায়ার ম্যাচে রংপুরের কাছে হারলেও লিগে জিতেছে তারা। সেদিক থেকে এখন পর্যন্ত উভয় দল সমান শক্তির। যদিও ফাইনালে উন্নীত হতে রংপুরের চেয়ে মেট্রোকে এক ম্যাচ বেশি খেলতে হয়েছে। দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা বিভাগকে হারিয়েছে তারা। এই ছন্দ নিয়েই আজ শিরোপা নির্ধারণী ম্যাচ খেলতে চায় মেট্রো।
কোচ মিজানুর রহমান বলেন, ‘আমরা লিগে ভালো ক্রিকেট খেলেছি। ব্যাটিং ও বোলিং দুই বিভাগে ছেলেরা সমন্বিত পারফরম্যান্স করছে। চেষ্টা থাকবে শেষটা ভালো করে চ্যাম্পিয়ন হওয়া।’ মেট্রোর অধিনায়ক নাঈম শেখ বলেন, ‘টুর্নামেন্টের প্রথমেই আমি দলকে বলছি, আমরা একটা করে ম্যাচে যাবে।
লম্বা কিছু চিন্তা করব না। জাস্ট একটা একটা করে ম্যাচ শেষ করব। ছোট দল বড় দল বলে কোনো কথা নেই টি২০ ম্যাচে। নির্ধারিত দিনে যারা ভালো করবে, তারাই ফল পাবে। চেষ্টা করব, সেরাটা দিয়ে ম্যাচ জেতার।’
প্রথম কোয়ালিফায়ারের মতো ফাইনালেও বাজিমাত করতে চায় রংপুর। তাদের অধিনায়ক আকবর আলী বলেন, ‘ফাইনাল ম্যাচকেও আরেকটি ম্যাচ হিসেবে দেখছি। আমার মনে হয়, আমাদের দল ভালো করছে। এটাই সেরা সময় ভালো খেলার। দলগত পারফরম্যান্স করে ম্যাচ জেতার।’
মেট্রোর কোচ প্রতিপক্ষকে হালকাভাবে দেখতে নারাজ, ‘টি২০ গেমে কোনো প্রতিপক্ষ ছোট না। রংপুরকে কঠিন প্রতিপক্ষ ধরে নিয়েই খেলতে নামব। তারা ভালো ক্রিকেট খেলছে।’
রংপুরের অলরাউন্ডার আলাউদ্দিন বাবুর বিশ্বাস, ধারাবাহিকতা রাখতে পারলে ফাইনালেও বাজিমাত করতে পারবেন তারা। তবে মেট্রোর বোলিং বিভাগকে সমীহের চোখে দেখছেন তিনি, ‘তাদের বোলিংটা ভালো। সমন্বিত বোলিং করে তারা ম্যাচ জিতেছে। মেট্রোর বিপক্ষে জিততে হলে ব্যাটিংটা ভালো করতে হবে।’
নিউজটি শেয়ার করুন