ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

 

মোহামেডান-আবাহনী মহারণ আজ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫৯:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • / 3
ডেইলি আর্থ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

মৌসুমের দ্বিতীয় ঢাকা ডার্বি আজ। ফেডারেশন কাপের ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আজ দুপুর ২ টা ৪৫ মিনিটে মুখোমুখি হবে তারা।

গত ১৪ ডিসেম্বরের ঢাকা ডার্বিতে কষ্টার্জিত জয় পায় আলফাজ আহমেদের দল। এবার তারা মোকাবেলা করবে ফেডারেশন কাপে। তবে যে প্রতিযোগিতাতেই মোকাবেলা হোক, দল দুটির লক্ষ্য একই। জয় ছাড়া বিকল্প নেই তাদের সামনে।

যেমনটা মোহামেডান কোচ আলফাজ আহমেদও বলেছেন, ‘আবাহনীর বিপক্ষে ম্যাচ মানেই ভিন্ন কিছু। এই ম্যাচে দুই দলই চায় জিততে। আমরাও জয় ছাড়া অন্য কিছু ভাবছি না। ’

ফেডারেশন কাপে ‘বি’ গ্রুপ থেকে দুই খেলায় ৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে রহমতগঞ্জ। তাদের বিপক্ষে হেরে দুইয়ে মোহামেডান; দলটির ঝুলিতে আছে তিন পয়েন্ট। তালিকার তিনে থাকা আবাহনীর পয়েন্টও সমান। তবে গোলে গড়ে এগিয়ে আছে সাদা-কালোরা।

এবার অবশ্য মোহামেডানকে হারিয়ে শীর্ষ দুইয়ে উঠতে চায় আবাহনী। সেটি অবশ্য মোটেও সহজ হবে না তাদের জন্য। কেননা আজ পূর্ণ শক্তির মোহামেডানকেই মোকাবিলা করতে হবে আবাহনীকে।

ইনজুরি কাটিয়ে এই ম্যাচেই মাঠে ফিরছেন সাদা-কালো জার্সিদের প্রাণভোমরা সোলেমান দিয়াবাতে। তাকে নিয়ে আরও শক্তিশালী মোহামেডান। সেটিই জানিয়েছেন কোচ আলফাজ, ‘আমাদের দলে কোনো ইনজুরির প্রভাব নেই। সবাই ফিট আছে।

বিশেষ করে আগামীকাল মাঠে নামতে পারবে দিয়াবাতে। সে দলে ফেরায় শক্তি বাড়বে আমাদের। ’

প্রায় ২০ দিনের মধ্যে দুবার মুখোমুখি হচ্ছে আবাহনী-মোহামেডান। এর আগের দেখায় অবশ্য মোহামেডান জিতেছিল ১-০ ব্যবধানে।

এবারও জয়েই চোখ তাদের। মৌসুমের ঢাকা ডার্বিতে মোহামেডান জয়ের পাল্লা আরও ভারী করবে নাকি আবাহনী ফিরবে সমতায়, সেটিই আপাতত দেখার অপেক্ষা।

 

নিউজটি শেয়ার করুন

 

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

 

ট্যাগস :

 

 

মোহামেডান-আবাহনী মহারণ আজ

আপডেট সময় : ১১:৫৯:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫

 

মৌসুমের দ্বিতীয় ঢাকা ডার্বি আজ। ফেডারেশন কাপের ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আজ দুপুর ২ টা ৪৫ মিনিটে মুখোমুখি হবে তারা।

গত ১৪ ডিসেম্বরের ঢাকা ডার্বিতে কষ্টার্জিত জয় পায় আলফাজ আহমেদের দল। এবার তারা মোকাবেলা করবে ফেডারেশন কাপে। তবে যে প্রতিযোগিতাতেই মোকাবেলা হোক, দল দুটির লক্ষ্য একই। জয় ছাড়া বিকল্প নেই তাদের সামনে।

যেমনটা মোহামেডান কোচ আলফাজ আহমেদও বলেছেন, ‘আবাহনীর বিপক্ষে ম্যাচ মানেই ভিন্ন কিছু। এই ম্যাচে দুই দলই চায় জিততে। আমরাও জয় ছাড়া অন্য কিছু ভাবছি না। ’

ফেডারেশন কাপে ‘বি’ গ্রুপ থেকে দুই খেলায় ৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে রহমতগঞ্জ। তাদের বিপক্ষে হেরে দুইয়ে মোহামেডান; দলটির ঝুলিতে আছে তিন পয়েন্ট। তালিকার তিনে থাকা আবাহনীর পয়েন্টও সমান। তবে গোলে গড়ে এগিয়ে আছে সাদা-কালোরা।

এবার অবশ্য মোহামেডানকে হারিয়ে শীর্ষ দুইয়ে উঠতে চায় আবাহনী। সেটি অবশ্য মোটেও সহজ হবে না তাদের জন্য। কেননা আজ পূর্ণ শক্তির মোহামেডানকেই মোকাবিলা করতে হবে আবাহনীকে।

ইনজুরি কাটিয়ে এই ম্যাচেই মাঠে ফিরছেন সাদা-কালো জার্সিদের প্রাণভোমরা সোলেমান দিয়াবাতে। তাকে নিয়ে আরও শক্তিশালী মোহামেডান। সেটিই জানিয়েছেন কোচ আলফাজ, ‘আমাদের দলে কোনো ইনজুরির প্রভাব নেই। সবাই ফিট আছে।

বিশেষ করে আগামীকাল মাঠে নামতে পারবে দিয়াবাতে। সে দলে ফেরায় শক্তি বাড়বে আমাদের। ’

প্রায় ২০ দিনের মধ্যে দুবার মুখোমুখি হচ্ছে আবাহনী-মোহামেডান। এর আগের দেখায় অবশ্য মোহামেডান জিতেছিল ১-০ ব্যবধানে।

এবারও জয়েই চোখ তাদের। মৌসুমের ঢাকা ডার্বিতে মোহামেডান জয়ের পাল্লা আরও ভারী করবে নাকি আবাহনী ফিরবে সমতায়, সেটিই আপাতত দেখার অপেক্ষা।