পাকিস্তানকে হারিয়ে নিউজিল্যান্ডের সমতা
- আপডেট সময় : ০৯:৫৫:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪ ৪২ বার পড়া হয়েছে
পাকিস্তানের কাছে অসহায় আত্মসমর্পণের পরের দিন ঘুরে দাঁড়ালো নিউজিল্যান্ড। মার্ক চাপম্যানের ঝড়ো ইনিংসে শোধ নিলো তারা। রাওয়ালপিন্ডিতে তৃতীয় টি-টোয়েন্টিতে সফরকারীরা ৭ উইকেটে জিতে পাঁচ ম্যাচের সিরিজে সমতা ফেরালো।
প্রথম টি-টোয়েন্টি হেরে পাঁচ ম্যাচের সিরিজে পিছিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। তবে গতকাল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের বড় জয়ে সিরিজে ফিরেছে কিউইরা।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাত্র ৯০ রানে অলআউট হয়েছিল নিউজিল্যান্ড। ২৪ ঘণ্টার মধ্যে তারা পাকিস্তানের ছুড়ে দেওয়া ১৭৯ রানের লক্ষ্য ছুঁয়ে ফেললো ১০ বল হাতে রেখে। পাওয়ার প্লেতে ভালো শুরুর বিকল্প ছিল না কিউইদের সামনে। ২ উইকেট হারিয়ে ফেললেও ৫৩ রান তুলে ফেলে রানরেট নাগালের মধ্যে রাখে। ডিন ফক্সক্রফটকে নিয়ে চাপম্যান শক্ত জুটি গড়ে পাকিস্তানকে চাপে ফেলেন।
দুজনের জুটি ছিল ১১৭ রানের। মাত্র ৫৯ বলে ১০০ ছোঁয় এই জুটি। ২৯ বলে ৫ চার ও ২ ছয়ে ফিফটি করেন চাপম্যান। ফক্সক্রফট ৩১ রানে ফিরে যান লক্ষ্য থেকে ৯ রান দূরে থাকতে। চাপম্যান ৪২ বলে ৯ চার ও ৪ ছয়ে ৮৭ রানে অপরাজিত ছিলেন। ১৮.২ ওভারে ৩ উইকেটে ১৭৯ রান করে নিউজিল্যান্ড।
মোহাম্মদ আমিরের বদলে একাদশে ঢোকা আব্বাস আফ্রিদি পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন। অন্য উইকেট নাসিম শাহের।
এর আগে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম বড় ইনিংসের আভাস দিলেও পারেননি। রিজওয়ান ২১ বলে ২২ রান করে রিটায়ার্ড হার্ট হন। বাবর আজমের ইনিংস ছিল ৩৭ রানের। আরেক ওপেনার সাইম আইয়ুব করেন ৩২ রান।
শেষ দিকে শাদাব খানের ২০ বলে ৪১ রান পাকিস্তানকে চ্যালেঞ্জিং স্কোর এনে দেয়। ২০ বলে ৩০ রানে অপরাজিত ছিলেন ইরফান খান। কিন্তু ৪ উইকেটে তাদের করা ১৭৮ রানের সংগ্রহ স্বাগতিকদের সিরিজে এগিয়ে থাকতে যথেষ্ট ছিল না।