ঢাকা ১১:২৭ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

 

চেলসির জালে আর্সেনালের ৫ গোল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
  • / 68
ডেইলি আর্থ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনাল এবার নিজেদের শীর্ষস্থান আরও দৃঢ় করল। এমিরেটসে লন্ডন ডার্বিতে চেলসিকে ৫-০ গোলে বিধ্বস্ত করে ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের চেয়ে বেশ এগিয়েই থাকল গানার্সরা। এতে শিরোপার দৌড়ে সবার প্রথমে থাকা আর্সেনাল দ্বিতীয়স্থানে থাকা লিভারপুল থেকে গোটা ৩ পয়েন্ট ব্যবধান নিয়ে এগিয়ে গেল।

প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে এ নিয়ে ষষ্ঠবারের মতো ৫ বা তার বেশি গোল করলো আর্সেনাল। এই মৌসুমে গানারদের গোল ব্যবধানও অনেক বেশি। যেখানে লিভারপুলের গোল ব্যবধান ৪৩, সেখানে আর্সেনালের গোল ব্যবধান ৫৬। আর্সেনালের রোমাঞ্চকর রাতে জোড়া গোল করেছেন কাই হ্যাভার্টজ ও বেন হোয়াইট।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে এমিরেটসে লন্ডন ডার্বিতে চেলসিকে ৫-০ গোলে বিধ্বস্ত করে ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের চেয়ে বেশ এগিয়েই থাকল গানার্সরা। আর্সেনালের চেয়ে কম ম্যাচ খেলা সিটি ও লিভারপুল নিজেদের পরের একটি ম্যাচে হারলেই আবারও দারুণভাবে জমে উঠবে লিগ শিরোপার লড়াই।

লিয়ান্দ্রো ট্রসার্ড ৪ মিনিটে গোল করে আর্সেনালকে এগিয়ে দেন। বিরতির পর কাই হ্যাভার্জ ও বেন হোয়াইট জোড়া গোল করেন।

৫২ মিনিটে হোয়াইট নিজের প্রথম গোল করে দলকে এগিয়ে দেন ২-০ ব্যবধানে। এর ৫ মিনিট পর হ্যাভার্টজ করেন নিজের প্রথম গোল। এতে আর্সেনাল এগিয়ে যায় ৩-০ গোলে।

৫২ মিনিটে লিড দ্বিগুণ করেন বেন হোয়াইট। কর্নার থেকে পাওয়া বলে গোল করতে ভুল করেননি হোয়াইট। এই গোলের ধাক্কা কাটতে না কাটতেই ৫৭ মিনিটে আবারও বল জালে জড়ায় আর্সেনাল। ওডেগার্ডের দারুণ এক পাসে বল পান কাই হ্যাভার্টজ। পেট্রোভিচকে একা পেয়ে অনায়াসেই নিজের সাবেক ক্লাবের বিপক্ষে গোল করেন তিনি।

৬৫ মিনিটে আবারও আঘাত হানেন হ্যাভার্টজই। সাকার দুর্দান্ত এক বাড়ানো বলে বাঁ পায়ের দারুণ এক শটে আর্সেনালকে ৪-০ গোলে এগিয়ে দেন তিনি। চেলসির কফিনে শেষ পেরেক ঠুকেন বেন হোয়াইট। ওডেগার্ডের পাস থেকে বল পেয়ে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন হোয়াইট।

এনিয়ে চলতি মৌসুমে ষষ্ঠবার ৫ বা তার বেশি গোল দিলো আর্সেনাল। তাদের কাছে এটাই চেলসির বড় হার।

এই জয়ে ৩৪ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলের (৭৪) চেয়ে পরিষ্কার তিন পয়েন্টে এগিয়ে তারা। অবশ্য অলরেডরা এক ম্যাচ কম খেলেছে। আর ম্যানসিটি দুই ম্যাচ কম খেলে ৭৩ পয়েন্ট নিয়ে তিনে।

 

নিউজটি শেয়ার করুন

 

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

 

ট্যাগস :

 

 

চেলসির জালে আর্সেনালের ৫ গোল

আপডেট সময় : ১০:৩০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

 

প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনাল এবার নিজেদের শীর্ষস্থান আরও দৃঢ় করল। এমিরেটসে লন্ডন ডার্বিতে চেলসিকে ৫-০ গোলে বিধ্বস্ত করে ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের চেয়ে বেশ এগিয়েই থাকল গানার্সরা। এতে শিরোপার দৌড়ে সবার প্রথমে থাকা আর্সেনাল দ্বিতীয়স্থানে থাকা লিভারপুল থেকে গোটা ৩ পয়েন্ট ব্যবধান নিয়ে এগিয়ে গেল।

প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে এ নিয়ে ষষ্ঠবারের মতো ৫ বা তার বেশি গোল করলো আর্সেনাল। এই মৌসুমে গানারদের গোল ব্যবধানও অনেক বেশি। যেখানে লিভারপুলের গোল ব্যবধান ৪৩, সেখানে আর্সেনালের গোল ব্যবধান ৫৬। আর্সেনালের রোমাঞ্চকর রাতে জোড়া গোল করেছেন কাই হ্যাভার্টজ ও বেন হোয়াইট।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে এমিরেটসে লন্ডন ডার্বিতে চেলসিকে ৫-০ গোলে বিধ্বস্ত করে ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের চেয়ে বেশ এগিয়েই থাকল গানার্সরা। আর্সেনালের চেয়ে কম ম্যাচ খেলা সিটি ও লিভারপুল নিজেদের পরের একটি ম্যাচে হারলেই আবারও দারুণভাবে জমে উঠবে লিগ শিরোপার লড়াই।

লিয়ান্দ্রো ট্রসার্ড ৪ মিনিটে গোল করে আর্সেনালকে এগিয়ে দেন। বিরতির পর কাই হ্যাভার্জ ও বেন হোয়াইট জোড়া গোল করেন।

৫২ মিনিটে হোয়াইট নিজের প্রথম গোল করে দলকে এগিয়ে দেন ২-০ ব্যবধানে। এর ৫ মিনিট পর হ্যাভার্টজ করেন নিজের প্রথম গোল। এতে আর্সেনাল এগিয়ে যায় ৩-০ গোলে।

৫২ মিনিটে লিড দ্বিগুণ করেন বেন হোয়াইট। কর্নার থেকে পাওয়া বলে গোল করতে ভুল করেননি হোয়াইট। এই গোলের ধাক্কা কাটতে না কাটতেই ৫৭ মিনিটে আবারও বল জালে জড়ায় আর্সেনাল। ওডেগার্ডের দারুণ এক পাসে বল পান কাই হ্যাভার্টজ। পেট্রোভিচকে একা পেয়ে অনায়াসেই নিজের সাবেক ক্লাবের বিপক্ষে গোল করেন তিনি।

৬৫ মিনিটে আবারও আঘাত হানেন হ্যাভার্টজই। সাকার দুর্দান্ত এক বাড়ানো বলে বাঁ পায়ের দারুণ এক শটে আর্সেনালকে ৪-০ গোলে এগিয়ে দেন তিনি। চেলসির কফিনে শেষ পেরেক ঠুকেন বেন হোয়াইট। ওডেগার্ডের পাস থেকে বল পেয়ে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন হোয়াইট।

এনিয়ে চলতি মৌসুমে ষষ্ঠবার ৫ বা তার বেশি গোল দিলো আর্সেনাল। তাদের কাছে এটাই চেলসির বড় হার।

এই জয়ে ৩৪ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলের (৭৪) চেয়ে পরিষ্কার তিন পয়েন্টে এগিয়ে তারা। অবশ্য অলরেডরা এক ম্যাচ কম খেলেছে। আর ম্যানসিটি দুই ম্যাচ কম খেলে ৭৩ পয়েন্ট নিয়ে তিনে।