টেস্ট দল নিয়ে হাথুরুর বিশেষ পরিকল্পনা
- আপডেট সময় : ১১:২১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
- / 63
চন্ডিকা হাথুরুসিংহে বলেছিলেন, বাংলাদেশের ক্রিকেটের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা নিয়ে কাজ করবেন এবার। ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ থাকায় হয়তো টেস্ট ক্রিকেটে সেভাবে ফোকাস দিতে পারেননি তিনি। গত ডিসেম্বরে সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা চাপা পড়ে গিয়েছিল।
বিশ্বকাপ ব্যর্থতাও ভুলিয়ে দিয়েছিল টাইগারদের নিউজিল্যান্ড সফরের পারফরম্যান্স। নাজমুল হোসেন শান্তরা কিউইদের মাটিতে প্রথমবার ওয়ানডে ও টি২০ ম্যাচ জেতায় হাথুরুসিংহকে ব্যতিব্যস্ত হতে হয়নি। তবে এবার দেশের মাটিতে শ্রীলঙ্কার কাছে টি২০ সিরিজ হারের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে হোয়াইটওয়াশ লজ্জায় নড়েচড়ে বসতে হয়েছে কোচকে। টি২০ বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্র যাওয়ার আগে তাই টেস্ট ক্রিকেটারদের জন্য বিশেষ পরিকল্পনা দিলেন কোচ। মঙ্গলবার টেস্ট ব্যাটারদের সঙ্গে মিটিং করে অনুশীলন পরিকল্পনা দিয়েছেন বলে জানা গেছে।
শ্রীলঙ্কার বিপক্ষে স্পোর্টিং উইকেটে ব্যাটারদের কাছ থেকে কাঙ্ক্ষিত পারফরম্যান্স পাওয়া যায়নি। মুমিনুল হক, জাকির হাসান, মেহেদী হাসান মিরাজ ও লিটন কুমার দাস কিছুটা রান পেলেও বড় ইনিংস খেলতে পারেননি। এ কারণেই জাতীয় দলের পুরো কোচিং স্টাফ মঙ্গলবার টেস্ট ব্যাটারদের সঙ্গে বৈঠকটি করে পরিকল্পনা দেন। মুমিনুল জানান, কোচদের কাছ থেকে ব্যাটিং পরিকল্পনা পেয়েছেন তারা। পাকিস্তান ও ভারতের বিপক্ষে বিশ্ব টেস্ট সিরিজ জন্য ব্যাটারদের ভালোভাবে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
বাঁহাতি এ ব্যাটার বলেন, ‘খেলা না থাকলে খেলোয়াড়দের সঙ্গে মিটিং করে কিছু নির্দেশনা দেন কোচ। সে রকম একটা মিটিং ছিল। অবশ্য এবারের মিটিংটা একটু আলাদা। লিগ শেষ হলে টেস্ট ক্রিকেটারদের অনুশীলনে থাকতে বলা হয়েছে। বিসিবি থেকেই অনুশীলনের ব্যবস্থা করা হবে।’
বাংলাদেশ টাইগার্স গড়ে তোলা হয়েছে জাতীয় দলের পাইপলাইনের ক্রিকেটারদের বছরজুড়ে অনুশীলনে রাখতে। অথচ গত দুই মৌসুম ধরে টাইগার ক্যাম্প করেছে অফ সিজনে লিগের ক্রিকেটারদের নিয়ে। এতে লিগের ক্রিকেটারদের লাভ হলেও জাতীয় দল থেকে বাদ পড়া বা টেস্ট ক্রিকেটারদের বিশেষ প্রশিক্ষণ হয়নি।
হাথুরুসিংহের পরিকল্পনা বাস্তবায়নে টেস্ট ক্রিকেটাররা কার অধীনে অনুশীলন করবেন, এ ব্যাপারে জানতে চাওয়া হলে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘জাতীয় দলের পুলের ক্রিকেটারদের অনুশীলনে রাখার একটা পরিকল্পনা করা হয়েছে। কোচ টেস্ট খেলোয়াড়দের সঙ্গে মিটিং করে পরিকল্পনা দিয়েছেন। বিসিবি এখন কোচের পরিকল্পনা অনুযায়ী অনুশীলনের ব্যবস্থা করবে। কারণ, বিশ্বকাপ শেষে পরপর দুটি টেস্ট সিরিজ খেলা হবে।’
বাংলাদেশ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করেছে জয় দিয়ে। দেশের মাটিতে নিউজিল্যান্ডকে হারাতে পারলেও লঙ্কানদের কাছে বাজেভাবে হোয়াইটওয়াশের ঘটনায় কোচিং স্টাফের কপালে ভাঁজ পড়েছে। তাই তারা পাকিস্তান ও ভারতের বিপক্ষে দুটি অ্যাওয়ে সিরিজে ভালো করার ব্যাপারে মরিয়া। আগস্ট-সেপ্টেম্বরে শান্তদের পাকিস্তান সফর। সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে হবে খেলা।
ক্রিকেটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, টেস্টের উন্নতিতে ব্যাটিংয়ে বেশি মনোযোগ দিতে বলা হয়েছে। বোলারদের জন্য কোচের বিশেষ পরিকল্পনা রয়েছে। সময় সুযোগ মতো বোলিং বিভাগের সঙ্গেও কথা বলবেন কোচ। জালাল ইউনুস জানান, এই পরিকল্পনা দীর্ঘ মেয়াদে কার্যকর করা হবে। তিনি বলেন, ‘এখন থেকে যে পরিকল্পনা করা হবে, সেটা দীর্ঘ মেয়াদের জন্য। বর্তমান এবং ভবিষ্যৎ পরিকল্পনা কার্যকর করা হবে।’ কন্ডিশনিং বা স্কিল ক্যাম্পের পাশাপাশি টেস্ট ক্রিকেটাররা চার দিনের ম্যাচও খেলতে পারবেন এ দলের হয়ে। জুলাই-আগস্টে এ দলের পাকিস্তান সফরে থাকতে পারেন মুমিনুল হকরাও।
নিউজটি শেয়ার করুন