বার্সাতেই থাকছেন জাভি
- আপডেট সময় : ১১:২৮:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
- / 71
গত জানুয়ারিতে মৌসুম শেষে বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়ে রেখেছিলেন জাভি হার্নান্দেজ। তবে এবার নিজের সিদ্ধান্ত পরিবর্তন করলেন তিনি। আগের চুক্তি অনুযায়ী ২০২৫ সালের জুন পর্যন্ত বার্সাতেই থাকছেন জাভি।
স্প্যানিশ গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী, বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা এবং স্পোর্টিং ডিরেক্টর ডেকোর সঙ্গে বৈঠক করে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জাভি। পদত্যাগের ঘোষণার পর থেকেই লাপোর্তা জাভির মন পাল্টানোর চেষ্টা করছিলেন। অবশেষে তাকে রাজি করাতে পেরেছেন। জানা গেছে, ক্লাবের চূড়ান্ত প্রস্তাবনায় সন্তুষ্ট জাভি। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি।
২০২১ সালের নভেম্বরে বার্সেলোনার দায়িত্ব নিয়েছিলেন জাভি হার্নান্দেজ। গত মৌসুমে বার্সাকে লিগ শিরোপা এনে দিলেও এ মৌসুমে ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছেন। গেল জানুয়ারিতে ভিয়ারিয়ালের কাছে ৫-৩ গোলে হারার পর দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন জাভি।
গত সপ্তাহে পিএসজির কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকেও বিদায় নিয়েছে কাতালানরা। লা লিগায় রিয়াল মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে থাকায় লিগ শিরোপা জয়ের আশাও ক্ষীণ হয়ে গেছে বার্সেলোনার।
নিউজটি শেয়ার করুন