ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

 

অপেক্ষা বাড়লো পিএসজির

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫৩:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
  • / 61
ডেইলি আর্থ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

জিতলেই রেকর্ড ১২তম ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা নিশ্চিত হতো পিএসজির। কিন্তু অবনমন এড়ানোর লড়াইয়ে থাকা লে হাভ্রের কাছে পয়েন্ট হারিয়ে নিজেদের আরও অপেক্ষায় রেখেছে ফরাসি জায়ান্টরা। ঘরের মাঠে ম্যাচটা ড্র করেছে ৩-৩ গোলে!

দুইবার পিছিয়ে পড়া পিএসজির অবস্থা এমন দাঁড়িয়েছিল যে, পরাজয় দেখতে পাচ্ছিল তারা! শেষ দিকে যোগ হওয়া সময়ে তাদের উদ্ধার করেছেন গনকালো রামোস। ৯০+৫ মিনিটে পিএসজির স্কোর ৩-৩ করেছেন তিনি। অবশ্য হেরে গেলেও শীর্ষে থাকা পিএসজিকে ধরার কোনও সুযোগ নেই।

আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে খেলবে পিএসজি। তার আগে দুর্বল দলের বিপক্ষে ড্র তাদের জন্য অবশ্যই ধাক্কার।

শুরুতে লিগ শিরোপা নিশ্চিতের লক্ষ্য নিয়েই পিএসজি মাঠে নেমেছিল। সেখানে তাদের শুরুতে ধাক্কা দেন ক্রিস্টফার ওপেরি। লে হাভ্রেকে ১৯ মিনিটে এগিয়ে দেন তিনি। ২৯ মিনিটে ব্র্যাডলি বারকোলা সমতা ফেরালেও ৩৮ মিনিটে আবার এগিয়ে যায় লে হাভ্রে। এবার গোল করেছেন আন্দ্রে আইয়ু।

৬১ মিনিটে পেনাল্টি থেকে স্কোর ৩-১ করে লে হাভ্রেকে সুবিধাজনক জায়গাতে নিয়ে যান তুরে। তাতে মনে হতে থাকে লিগে দ্বিতীয় পরাজয়টি বুঝি পিএসজির নিশ্চিত! কিন্তু আশরাফ হাকিমি ও বদলি হয়ে নামা রামোস দুটি গোল করে পিএসজির অপরাজেয় থাকা নিশ্চিত করেছেন।

সম্ভাব্য ট্রেবল জয়ের পথে থাকা পিএসজি এখনও মোনাকোর সঙ্গে ১২ পয়েন্ট ব্যবধান রেখে শীর্ষে অবস্থান করছে। মোনাকোর হাতে রয়েছে আরও চারটি ম্যাচ। পিএসজি তার পরেও রবিবার শিরোপা উৎসব করবে যদি মোনাকো লিওঁতে অ্যাওয়ে ম্যাচটি জিততে ব্যর্থ হয়।

 

নিউজটি শেয়ার করুন

 

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

 

ট্যাগস :

 

 

অপেক্ষা বাড়লো পিএসজির

আপডেট সময় : ১১:৫৩:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

 

জিতলেই রেকর্ড ১২তম ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা নিশ্চিত হতো পিএসজির। কিন্তু অবনমন এড়ানোর লড়াইয়ে থাকা লে হাভ্রের কাছে পয়েন্ট হারিয়ে নিজেদের আরও অপেক্ষায় রেখেছে ফরাসি জায়ান্টরা। ঘরের মাঠে ম্যাচটা ড্র করেছে ৩-৩ গোলে!

দুইবার পিছিয়ে পড়া পিএসজির অবস্থা এমন দাঁড়িয়েছিল যে, পরাজয় দেখতে পাচ্ছিল তারা! শেষ দিকে যোগ হওয়া সময়ে তাদের উদ্ধার করেছেন গনকালো রামোস। ৯০+৫ মিনিটে পিএসজির স্কোর ৩-৩ করেছেন তিনি। অবশ্য হেরে গেলেও শীর্ষে থাকা পিএসজিকে ধরার কোনও সুযোগ নেই।

আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে খেলবে পিএসজি। তার আগে দুর্বল দলের বিপক্ষে ড্র তাদের জন্য অবশ্যই ধাক্কার।

শুরুতে লিগ শিরোপা নিশ্চিতের লক্ষ্য নিয়েই পিএসজি মাঠে নেমেছিল। সেখানে তাদের শুরুতে ধাক্কা দেন ক্রিস্টফার ওপেরি। লে হাভ্রেকে ১৯ মিনিটে এগিয়ে দেন তিনি। ২৯ মিনিটে ব্র্যাডলি বারকোলা সমতা ফেরালেও ৩৮ মিনিটে আবার এগিয়ে যায় লে হাভ্রে। এবার গোল করেছেন আন্দ্রে আইয়ু।

৬১ মিনিটে পেনাল্টি থেকে স্কোর ৩-১ করে লে হাভ্রেকে সুবিধাজনক জায়গাতে নিয়ে যান তুরে। তাতে মনে হতে থাকে লিগে দ্বিতীয় পরাজয়টি বুঝি পিএসজির নিশ্চিত! কিন্তু আশরাফ হাকিমি ও বদলি হয়ে নামা রামোস দুটি গোল করে পিএসজির অপরাজেয় থাকা নিশ্চিত করেছেন।

সম্ভাব্য ট্রেবল জয়ের পথে থাকা পিএসজি এখনও মোনাকোর সঙ্গে ১২ পয়েন্ট ব্যবধান রেখে শীর্ষে অবস্থান করছে। মোনাকোর হাতে রয়েছে আরও চারটি ম্যাচ। পিএসজি তার পরেও রবিবার শিরোপা উৎসব করবে যদি মোনাকো লিওঁতে অ্যাওয়ে ম্যাচটি জিততে ব্যর্থ হয়।