ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

 

উইলিয়ামসনদের বিশ্বকাপ জার্সি প্রকাশ্যে

সবার আগে বিশ্বকাপের দল ঘোষণা করল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১০:২৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
  • / 81
ডেইলি আর্থ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

প্রথম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করল নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন দলে আছেন কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকা ট্রেন্ট বোল্ট, রয়েছেন টিম সাউদিও। সোমবার (২৯ এপ্রিল) দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড।

এ বিশ্বকাপটি হবে উইলিয়ামসনের ষষ্ঠ আসর, অধিনায়ক হিসেবে চতুর্থ। ঘোষিত স্কোয়াডে তার চেয়ে বেশি বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা আছে টিম সাউদির। এ পেসারের এটা হবে সপ্তম আসর। ১৫৭ উইকেট নিয়ে সাউদি সংক্ষিপ্ত ফরম্যাটের সর্বোচ্চ উইকেটশিকারি, ১৪০ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে নিউজিল্যান্ড তাদের এই নয়া জার্সির ছবিও প্রকাশ করেছে। অনেকটা ১৯৯৯ সালের বিশ্বকাপের জার্সির ধাঁচে বানানো হয়েছে এবারের বিশ্বকাপের জার্সিটি। কিউইরা তাদের ক্যাপশনেও সেকথা লিখেছে। ক্যাপশনে লেখা হয়েছে ‘১৯৯৯ সালের বিশ্বকাপ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে এই জার্সি। যা আগামীকাল থেকে নির্দিষ্ট স্টোরে পাওয়া যাবে।’ অর্থাৎ ২০২৪ সালের টি-টোয়েন্টি কিটের জন্য তারা ১৯৯৯ সালের কিটকেই প্রাধান্য দিয়েছে।

নিউজিল্যান্ড দলের তরফেও তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকেই এই নয়া জার্সি প্রকাশ করা হয়েছে। মার্ক চাপম্যান, টিম সাউদি, জিমি নিশাম, মাইকেল ব্রেসওয়েল ও ইশ শোধিদের দেখা গিয়েছে নতুন জার্সি পড়ে সোশ্যাল মিডিয়াতে পোজ দিতে।

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে ১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দলের ১৩ জনই ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে ছিলেন। ৬ জন খেলেছেন ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেননি, এমন সদস্য দলে দুজন আছেন। তারা হলেন- ম্যাট হেনরি ও রাচিন রবীন্দ্র।

নিউজিল্যান্ড দল
কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারেল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি ও টিম সাউদি।

 

নিউজটি শেয়ার করুন

 

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

 

ট্যাগস :

 

 

উইলিয়ামসনদের বিশ্বকাপ জার্সি প্রকাশ্যে

সবার আগে বিশ্বকাপের দল ঘোষণা করল নিউজিল্যান্ড

আপডেট সময় : ১০:২৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

 

প্রথম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করল নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন দলে আছেন কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকা ট্রেন্ট বোল্ট, রয়েছেন টিম সাউদিও। সোমবার (২৯ এপ্রিল) দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড।

এ বিশ্বকাপটি হবে উইলিয়ামসনের ষষ্ঠ আসর, অধিনায়ক হিসেবে চতুর্থ। ঘোষিত স্কোয়াডে তার চেয়ে বেশি বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা আছে টিম সাউদির। এ পেসারের এটা হবে সপ্তম আসর। ১৫৭ উইকেট নিয়ে সাউদি সংক্ষিপ্ত ফরম্যাটের সর্বোচ্চ উইকেটশিকারি, ১৪০ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে নিউজিল্যান্ড তাদের এই নয়া জার্সির ছবিও প্রকাশ করেছে। অনেকটা ১৯৯৯ সালের বিশ্বকাপের জার্সির ধাঁচে বানানো হয়েছে এবারের বিশ্বকাপের জার্সিটি। কিউইরা তাদের ক্যাপশনেও সেকথা লিখেছে। ক্যাপশনে লেখা হয়েছে ‘১৯৯৯ সালের বিশ্বকাপ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে এই জার্সি। যা আগামীকাল থেকে নির্দিষ্ট স্টোরে পাওয়া যাবে।’ অর্থাৎ ২০২৪ সালের টি-টোয়েন্টি কিটের জন্য তারা ১৯৯৯ সালের কিটকেই প্রাধান্য দিয়েছে।

নিউজিল্যান্ড দলের তরফেও তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকেই এই নয়া জার্সি প্রকাশ করা হয়েছে। মার্ক চাপম্যান, টিম সাউদি, জিমি নিশাম, মাইকেল ব্রেসওয়েল ও ইশ শোধিদের দেখা গিয়েছে নতুন জার্সি পড়ে সোশ্যাল মিডিয়াতে পোজ দিতে।

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে ১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দলের ১৩ জনই ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে ছিলেন। ৬ জন খেলেছেন ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেননি, এমন সদস্য দলে দুজন আছেন। তারা হলেন- ম্যাট হেনরি ও রাচিন রবীন্দ্র।

নিউজিল্যান্ড দল
কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারেল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি ও টিম সাউদি।