মোস্তাফিজের জোড়া উইকেট, জয়ে ফিরল চেন্নাই
- আপডেট সময় : ০৯:৩৭:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
- / 63
টানা দুই হারের পর অবশেষে জয়ে ফিরেছে চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদকে ৭৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে চেন্নাই। এই জয়ে ১০ ম্যাচে পাঁচ জয় নিয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে চেন্নাই।
রুতুরাজ গায়কোয়াড়ের সেঞ্চুরির পাশাপাশি লড়লেন ড্যারিল মিচেলও। তার পঞ্চাশ ছাড়ানো ইনিংসের পর শিবম দুবের শেষের ঝড়ে বড় সংগ্রহ পায় চেন্নাই সুপার কিংস।
জবাব দিতে নেমে সানরাইজার্স হায়দরাবাদ আজ কিছুই করতে পারেনি। তুষার দেশপান্ডে-মোস্তাফিজ-পাথিরানার বোলিং তোপে অল্পতেই থামতে হয় তাদের।
আইপিএলের ৪৬তম ম্যাচে আজ ঘরের মাঠে হায়দরাবাদকে ৭৮ রানে হারিয়েছে চেন্নাই। টস হেরে তারা আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে করে ২১২ রান। জবাব দিতে নেমে সবগুলো উইকেট হারিয়ে ১৩৪ রানের বেশি করতে পারেনি হায়দরাবাদ।
চেন্নাইয়ের হয়ে ওপেনিংয়ে নেমে দ্রুত আজিঙ্কা রাহানে (৯) বিদায় নিলেও তাণ্ডব চালান রুতুরাজ। তিনে নেমে তাকে সঙ্গ দেন ড্যারিল মিচেল। দুজনে মিলে গড়েন ১০৭ রানের দারুণ জুটি। স্রেফ ২৭ বলে পঞ্চাশ স্পর্শ করেন রুতুরাজ। আর মিচেলের লাগে ২৯ বল। এরপর আর দুই রান যোগ করেই উইকেট হারান তিনি। তবে লড়তে থাকেন রুতুরাজ। চারে নামা শিবম দুবের সঙ্গে গড়েন ৭৪ রানের জুটি।
তবে আক্ষেপ নিয়েই থাকতে হলে তাকে। সেঞ্চুরিরর ঠিক দুই রান আগে নাটারাঞ্জানের বলে নিতিশ কুমারের হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন চেন্নাই অধিনায়ক। ৫৪ বলে গড়া তার ইনিংসটি সাজানো ছিল ১০ চার ও ৩ ছক্কায়। শেষদিকে শিবম দুবের ২০ বলে অপরাজিত ৩৯ রানের দারুণ ইনিংসে বড় সংগ্রহ পায় চেন্নাই।
রান তাড়ায় নেমে হায়দরাবাদের বিধ্বংসী ওপেনিং জুটি বেশি কিছু করতে পারেনি। দ্বিতীয় ওভারে ট্রাভিস হেড ১৩ রানে বিদায় নেওয়ার এক ওভার পর ১৫ রানে উইকেট হারান অভিষেক শর্মা। চারে নেমে মার্করাম কিছুক্ষণ লড়াই করেন। তবে ২৬ বলে ৩২ রান করে তিনি শিকার হন মাথিশা পাথিরানার। ব্যাট হাতে আজ ব্যর্থ হয়েছেন হেইনরিখ ক্লাসেনও। একই বোলারের শিকার হয়ে ফেরেন ২০ রান করে।
ক্লাসেনের মতো ব্যর্থ হন আব্দুল সামাদও। ১৯ রানে ফেরেন তিনি। এরপর আসা যাওয়ার মধ্যে থাকেন বাকিরা। এতে অল্পতেই গুটিয়ে যায় হায়দরাবাদের ইনিংস। শেষ দুটি উইকেট তুলে নেন মোস্তাফিজুর রহমান। চেন্নাইয়ের হয়ে দারুণ বোলিং করেন দেশপান্ডে। ৩ ওভারে ২৭ রান খরচায় তিনি নেন ৪ উইকেট। ২ ওভারে ১৭ রান খরচায় দুটি উইকেট পান পাথিরানা।
দারুণ এই জয়ে ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠে এসেছে চেন্নাই। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে থাকা হায়দরাবাদ নেমে গেছে চার নম্বরে। আর এই দুদল থেকে রান রেটে এগিয়ে থেকে ১০ পয়েন্ট নিয়েই দুইয়ে কলকাতা নাইট রাইডার্স। ১৬ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রাজস্থান রয়্যালস।
নিউজটি শেয়ার করুন