সুযোগ মিস এবং এলোপাথাড়ি ব্যাটিং নিয়ে জিম্বাবুয়ের আক্ষেপ
- আপডেট সময় : ১১:৪১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪
- / 48
বাংলাদেশে পা রেখে লড়াইয়ের আভাস দিয়েছিল জিম্বাবুয়ে। কিন্তু প্রথম ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি সফরকারীরা। বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৮ উইকেটে হেরেছে জিম্বাবুয়ে। ম্যাচটিতে একের পর এক ক্যাচ ছেড়েছেন জিম্বাবুয়ের ক্রিকেটাররা। অভিষিক্ত তানজিদ হাসান তামিমের তিনটি ক্যাচ মিস করেছে তারা। ম্যাচ শেষে সে বিষয়ে কথা বলেছেন অধিনায়ক সিকান্দার রাজা।
হারের পর কারণ হিসেবে একাধিক সুযোগ মিস এবং শুরুর দিকের এলোপাথাড়ি ব্যাটিংকে দায়ী করেছেন দলটির মিডল অর্ডার ব্যাটার ক্লাইভ মাদান্দে।
শুক্রবার (৩ মে) সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি জিম্বাবুয়ে। শুরুতে ব্যাট করে ১২৪ রানের বেশি করতে পারেনি সফরকারীরা। জবাবে ব্যাট করতে নেমে ২৮ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা।
এমন হারের পর দলের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসেন মাদান্দে। এই ক্রিকেটারের মতে, বেশকিছু ক্যাচ মিস এবং শুরুর দিকে অতিরিক্ত উইকেট হারানোই ছিল জিম্বাবুয়ের হারের কারণ। মাদান্দে বলেন, ‘আসলে এখানে ব্যাট করাটা কঠিন ছিল। বল এখানে মুভ করছিল। শুরুর দিকে তাসকিন-সাইফউদ্দিন দারুণ বোলিং করেছে। বিষয়টি কঠিন ছিল। পরে বল সহজে ব্যাটে এসেছে তখন বিষয়টি ঠিকঠাক ছিল। আমাদের শুরুতে আরও একটু সময় নেওয়া উচিত ছিল হয়ত, তাহলে পরে ভালো করতে পারতাম।’
ব্যাটিংয়ে জিম্বাবুয়ের বিপর্যয়ের পেছনে বাংলাদেশের বোলারদের অসাধারণ বোলিংকেও কারণ হিসেবে উল্লেখ করেছেন মাদান্দে, ‘আসলে এখানে টসে জেতাটা দারুণ ছিল। বাংলাদেশ দারুণ লড়াই করেছে। আমরা হয়ত কয়েকটা বেশি উইকেট হারিয়ে ফেলেছি, যতটুকু হারানোর দরকার ছিল। পরে আবার ঘুরে দাঁড়িয়েছি। তারা বল হাতে দারুণ শুরু করেছে। আমরা প্রত্যাশার চেয়েও বেশি উইকেট হারিয়েছি শুরুতে।’
ছোট পুঁজি নিয়ে বোলিং করতে নেমেও শুরুটা ভালোই হয়েছিল জিম্বাবুয়ের। শুরুতেই লিটন দাসকে ফিরিয়ে রানের গতি নিয়ন্ত্রণে রেখেছিল তারা। তানজিদ তামিমও ক্যাচ তুলে দিয়েছেন ৩ বার। কিন্তু কোনোবারই ক্যাচ লুফে নিতে পারেনি রোডেশিয়ানরা। এটাকেও হারের অন্যতম কারণ হিসেবে মনে করেন মাদান্দে। তিনি বলেন, ‘আমরা অনেক সুযোগ হারিয়েছি যেগুলো আমাদের নেওয়া উচিত ছিল। আমার মনে হয় খেলাটা এখানেই আমাদের হাত থেকে বেরিয়ে গেছে। আমরা যদি সুযোগগুলো নিতে পারতাম তাহলে হয়ত ভিন্ন খেলা হত আমরা লড়াই করতে পারতাম। তাদের মিডল অর্ডারকে খেলতে হত। আরও জমজমাট ম্যাচ হত।’
ক্যাচ ছাড়ার বিষয়ে সিকান্দার রাজা বলেন, ‘আমরা হারারে স্পোর্টিং ক্লাবে ফ্লাডলাইট পেয়েছি। সেখানে আলোর নিচে আমাদের বেশি বেশি অনুশীলন করতে হবে। আমাদের আলোর নিচে খেলার অভ্যাস গড়ে তুলতে হবে। দুর্ভাগ্যবশত আমরা তা করার খুব বেশি সুযোগ পাই না। আর ম্যাচটিতে দুর্ভাগ্যবশত তিনটি পড়ে যাওয়া ক্যাচ আমাদের অনেক ক্ষতি করেছে। ক্যাচগুলো নিতে পারলে প্রেক্ষাপট ভিন্ন হতে পারত। খেলার মধ্যে যদি কিন্তু থাকবেই। তবে আমি বিশ্বাস করি যখন ঠিকঠাকভাবে এই জিনিসগুলো আমরা করতে পারব তখন আমরা ম্যাচ জিতব।’
ম্যাচের বিষয়ে রাজা বলেন, ‘আমরা এখন ৮ নম্বর পর্যন্ত ব্যাটিং করতে পারি। ৮ নম্বরে জংউয়ে রয়েছেন। অতীতে এই আট ব্যাটার থেকে আমরা ভালো পারফর্ম দেখেছি। প্রতি ম্যাচে ৪-৫ জনের ভালো করতেই হবে। তাহলে ১৮০-১৯০ রান তুলতে পারব। কিন্তু টপ ও মিডল অর্ডারে যেভাবে খেলা উচিত ছিল আমরা সেটি পারিনি। আবারো সেখানে আমরা ভুল করেছি। তবে মাদান্দে ও মাসাকাদজা দারুণ খেলেছেন। তাদের মাধ্যমে আমরা আমাদের আগ্রাসী ক্রিকেটকে দেখাতে পেরেছি।’
নিউজটি শেয়ার করুন