ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

 

মেসির জোড়া রেকর্ড

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪৯:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪
  • / 50
ডেইলি আর্থ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

মেজর লিগ সকারে গিয়ে একের পর এক ইতিহাস গড়ে যাচ্ছেন লিওনেল মেসি। আজ নিউইয়র্ক রেডবুলসের বিপক্ষে ৫ অ্যাসিস্ট ও এক গোল করে জোড়া রেকর্ডে নাম লেখান এই আর্জেন্টাইন।

রোববার (৫ মে) ভোরে ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে এমএলএসে নিজেদের ১২তম ম্যাচে রেডবুলসকে প্রতিপক্ষকে ৬-২ গোলে হারিয়েছে তারা। সুয়ারেজের হ্যাটট্রিক আর মেসির গোল ছাড়াও জোড়া গোল করেন মাতিয়াস রোজাস। অন্যদিকে একটি করে গোল করে ব্যবধান কমান দান্তে ভানজেইর ও এমিল ফর্সবার্গ।

এর আগে, ঘরের মাঠে রেডবুলসের বিপক্ষে পাত্তাই পায়নি মায়ামি। মেসির চোটের সুযোগ কাজে লাগিয়ে মায়ামিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল তারা। এবার বিশ্বকাপজয়ী অধিনায়ককে ফিরে পেয়েই গোল উৎসবে মাতলো মায়ামি।

দুর্দান্ত জয় পেলেও শুরুটা অন্যরকম ছিল মায়ামির। ম্যাচের ৩০ মিনিটের মাথায় এগিয়ে গিয়েছিল রেড বুলস। এরপর ম্যাচের প্রথমার্ধে আর সমতায় ফিরতে পারেনি মেসির মায়ামি।

এতে মনে হচ্ছিল, আরেকটি হারের হতাশাই সঙ্গী হতে যাচ্ছে মেসি-সুয়ারেজদের। তবে খোলস পাল্টেই বিরতি থেকে ফেরে মায়ামির খেলোয়াড়রা।

মাঠে নামার তিন মিনিটের মাথায় দলকে সমতায় ফেরান বদলি হিসেবে নামা রোজাস। মিনিট দুয়েক পর স্কোরশিটে নাম তোলেন মেসিও। সুয়ারেজের পাস থেকে দলকে লিড এনে দেন আর্জেন্টাইন অধিনায়ক।

এরপর মেসির পাস থেকে ম্যাচের ৬২তম মিনিটে রোজাস আবারও গোল করেন। পরের গল্পটা মেসি-সুয়ারেজময়। মেসির হ্যাটট্রিক অ্যাসিস্টে নিজের হ্যাটট্রিকও তুলে নেন সুয়ারেজ।

এমএলএসে উরুগুইয়ান তারকার প্রথম হ্যাটট্রিকের দিনে শেষ পর্যন্ত ৬-২ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে মায়ামি।

এই জয়ে ১২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষস্থান আরও মজবুত করলো মেসির দল।

 

নিউজটি শেয়ার করুন

 

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

 

ট্যাগস :

 

 

মেসির জোড়া রেকর্ড

আপডেট সময় : ১১:৪৯:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪

 

মেজর লিগ সকারে গিয়ে একের পর এক ইতিহাস গড়ে যাচ্ছেন লিওনেল মেসি। আজ নিউইয়র্ক রেডবুলসের বিপক্ষে ৫ অ্যাসিস্ট ও এক গোল করে জোড়া রেকর্ডে নাম লেখান এই আর্জেন্টাইন।

রোববার (৫ মে) ভোরে ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে এমএলএসে নিজেদের ১২তম ম্যাচে রেডবুলসকে প্রতিপক্ষকে ৬-২ গোলে হারিয়েছে তারা। সুয়ারেজের হ্যাটট্রিক আর মেসির গোল ছাড়াও জোড়া গোল করেন মাতিয়াস রোজাস। অন্যদিকে একটি করে গোল করে ব্যবধান কমান দান্তে ভানজেইর ও এমিল ফর্সবার্গ।

এর আগে, ঘরের মাঠে রেডবুলসের বিপক্ষে পাত্তাই পায়নি মায়ামি। মেসির চোটের সুযোগ কাজে লাগিয়ে মায়ামিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল তারা। এবার বিশ্বকাপজয়ী অধিনায়ককে ফিরে পেয়েই গোল উৎসবে মাতলো মায়ামি।

দুর্দান্ত জয় পেলেও শুরুটা অন্যরকম ছিল মায়ামির। ম্যাচের ৩০ মিনিটের মাথায় এগিয়ে গিয়েছিল রেড বুলস। এরপর ম্যাচের প্রথমার্ধে আর সমতায় ফিরতে পারেনি মেসির মায়ামি।

এতে মনে হচ্ছিল, আরেকটি হারের হতাশাই সঙ্গী হতে যাচ্ছে মেসি-সুয়ারেজদের। তবে খোলস পাল্টেই বিরতি থেকে ফেরে মায়ামির খেলোয়াড়রা।

মাঠে নামার তিন মিনিটের মাথায় দলকে সমতায় ফেরান বদলি হিসেবে নামা রোজাস। মিনিট দুয়েক পর স্কোরশিটে নাম তোলেন মেসিও। সুয়ারেজের পাস থেকে দলকে লিড এনে দেন আর্জেন্টাইন অধিনায়ক।

এরপর মেসির পাস থেকে ম্যাচের ৬২তম মিনিটে রোজাস আবারও গোল করেন। পরের গল্পটা মেসি-সুয়ারেজময়। মেসির হ্যাটট্রিক অ্যাসিস্টে নিজের হ্যাটট্রিকও তুলে নেন সুয়ারেজ।

এমএলএসে উরুগুইয়ান তারকার প্রথম হ্যাটট্রিকের দিনে শেষ পর্যন্ত ৬-২ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে মায়ামি।

এই জয়ে ১২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষস্থান আরও মজবুত করলো মেসির দল।