কঠিন গ্রুপে বাংলাদেশ
৩ অক্টোবর শুরু নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
- আপডেট সময় : ০৩:১৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪
- / 59
আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে পর্দা উঠতে যাচ্ছে পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের। একই বছরে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপও। নারী বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের উৎসাহ খানিকটা বেশি। কারণ এবারের বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ।
আজ রোববার (০৫ মে, ২০২৪) দুপুরে রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে বিশ্বকাপের সূচি, ড্র ও ট্রফি উন্মোচন।
সূচি অনুযায়ী ৩ অক্টোবর শুরু হবে মেয়েদের এই বিশ্বকাপ। দশ দলের ২৩ ম্যাচের এই বিশ্বকাপ শেষ হবে ২০ অক্টোবর। ভেন্যু হিসেবে আছে সিলেট ও মিরপুর।
গ্রুপিংয়ে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। যেখানে প্রতিপক্ষ হিসেবে আছে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও কোয়ালিফায়ার খেলে আসা একটি দল।
‘এ’ গ্রুপে আছে ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সঙ্গে আছে শক্তিশালী ভারত, নিউ জিল্যান্ড, পাকিস্তান ও কোয়ালিফায়ার-১।
বিশ্বকাপের উদ্বোধনী দিনে কোয়ালিফায়ার খেলে আসা দলের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ৫ অক্টেবার শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে খেলবে। ৯ অক্টোবর বাংলাদেশ লড়বে উইন্ডিজের বিপক্ষে। আর ১২ অক্টোবর গ্রুপপর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার মেয়েরা। বাংলাদেশের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
বিশ্বকাপের মূলপর্বে মাঠে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে জ্যোতি-ফারজানারা। ২৮ সেপ্টেম্বর প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নিউ জিল্যান্ড। আর ৩০ সেপ্টেম্বর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের জার্সিধারীরা। দুটি প্রস্তুতি ম্যাচই হবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৪ নম্বর মাঠে।
এক নজরে চলুন দেখে নেওয়া যাক নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি-
৩ অক্টোবর : ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, ঢাকা।
৩ অক্টোবর : বাংলাদেশ বনাম কোয়ালিফায়ার-২, ঢাকা।
৪ অক্টোবর : অস্ট্রেলিয়া বনাম কোয়ালিফায়ার-১, সিলেট।
৪ অক্টোবর : ভারত বনাম নিউজিল্যান্ড, সিলেট।
৫ অক্টোবর : দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ, ঢাকা।
৫ অক্টোবর : বাংলাদেশ বনাম ইংল্যান্ড, ঢাকা।
৬ অক্টোবর : নিউজিল্যান্ড বনাম কোয়ালিফায়ার-১, সিলেট।
৬ অক্টোবর : ভারত বনাম পাকিস্তান, সিলেট।
৭ অক্টোবর: ওয়েস্ট ইন্ডিজ বনাম কোয়ালিফায়ার-২, ঢাকা।
৮ অক্টোবর : অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান, সিলেট।
৯ অক্টোবর: বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ, ঢাকা।
৯ অক্টোবর: ভারত বনাম কোয়ালিফায়ার-১, সিলেট।
১০ অক্টোবর : দক্ষিণ আফ্রিকা বনাম কোয়ালিফায়ার-২, ঢাকা।
১১ অক্টোবর : অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড, সিলেট।
১১ অক্টোবর : পাকিস্তান বনাম কোয়ালিফায়ার-১, সিলেট।
১২ অক্টোবর : ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, ঢাকা।
১২ অক্টোবর : বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, ঢাকা।
১৩ অক্টোবর : পাকিস্তান বনাম নিউজিল্যান্ড, সিলেট।
১৪ অক্টোবর : ভারত বনাম অস্ট্রেলিয়া, সিলেট।
১৪ অক্টোবর : ইংল্যান্ড বনাম কোয়ালিফায়ার-১, ঢাকা।
১৭ অক্টোবর : প্রথম সেমিফাইনাল, সিলেট।
১৮ অক্টোবর : দ্বিতীয় সেমিফাইনাল, ঢাকা।
২০ অক্টোবর : ফাইনাল, ঢাকা।
নিউজটি শেয়ার করুন