ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

 

বায়ার্নের কোচ হওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন জিদান

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১১:১০:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪
  • / 58

জিনেদিন জিদান : ফাইল ছবি

ডেইলি আর্থ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

দুই মেয়াদে রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব সামলেছেন। ২০২১ সালে লস ব্লাঙ্কোসদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর থেকে কোনো দলের কোচের দায়িত্ব নেননি জিনেদিন জিদান। পুনরায় কোচিং ক্যারিয়ারে কবে ফিরবেন, সেটি নিয়েও কিছু বলেননি ফরাসি এ কিংবদন্তি।

গুঞ্জন উঠেছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের ম্যানেজার হতে যাচ্ছেন জিদান। তবে টমাস টুখেলের উত্তরসূরি হওয়ার ইচ্ছা আপাতত নেই বলে জানিয়েছেন জিদান। মায়ামিতে গ্রাঁ পি দেখতে যাওয়া জিদানকে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদ-বায়ার্ন মিউনিখের ম্যাচ নিয়ে কথা বলতে হয়েছে।

সেখানে স্কাই স্পোর্টসে জার্মানিতে এই ম্যাচ এবং নিজের কোচিং ক্যারিয়ার প্রসঙ্গে জিদানের উত্তর ছিল এমন, ‘আশা করি, মাদ্রিদ জিতবে। এটা ঠিক ম্যাচটি অনেক কঠিন হবে। আমি এই ম্যাচ দেখতে যাব। কোচ হওয়ার ইচ্ছা নেই।’

চলতি মৌসুমে সময়টা খুবই খারাপ কাটছে বায়ার্ন মিউনিখের। বুন্দেসলিগা জিততে ব্যর্থ হওয়া বাভারিয়ানদের সামনে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার পথটাও অনেক কঠিন। ঘরের মাঠে প্রথম লেগে রিয়ালের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা। দলের বাজে পারফরম্যান্সের কারণে চলতি বছরের শুরুতেই ক্লাব থেকে জানানো হয়েছে টুখেলের সঙ্গে চুক্তির মেয়াদ আর বাড়ানো হবে না। তখন থেকেই বেশ কয়েকজনের নাম চলে আসে।

জার্মান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রাল্ফ রাংনিকের সঙ্গে নাকি বায়ার্নের আলোচনা চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। এমন খবরের মধ্যেই বায়ার্নের ডাক ফিরিয়ে অস্ট্রিয়া জাতীয় দলের কোচ থাকার সিদ্ধান্ত নেন তিনি। এর সঙ্গে ইউরোপিয়ান ফুটবলে বিস্ময় জাগানো বায়ার লেভারকুজেনের কোচ জাভি আলোনসোকেও পেতে চেয়েছিল বায়ার্ন। কিন্তু লেভারকুজেনকে লিগ ট্রফি জেতানো আলোনসো না করে দেন।

 

নিউজটি শেয়ার করুন

 

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

 

ট্যাগস :

 

 

বায়ার্নের কোচ হওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন জিদান

আপডেট সময় : ১১:১০:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪

 

দুই মেয়াদে রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব সামলেছেন। ২০২১ সালে লস ব্লাঙ্কোসদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর থেকে কোনো দলের কোচের দায়িত্ব নেননি জিনেদিন জিদান। পুনরায় কোচিং ক্যারিয়ারে কবে ফিরবেন, সেটি নিয়েও কিছু বলেননি ফরাসি এ কিংবদন্তি।

গুঞ্জন উঠেছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের ম্যানেজার হতে যাচ্ছেন জিদান। তবে টমাস টুখেলের উত্তরসূরি হওয়ার ইচ্ছা আপাতত নেই বলে জানিয়েছেন জিদান। মায়ামিতে গ্রাঁ পি দেখতে যাওয়া জিদানকে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদ-বায়ার্ন মিউনিখের ম্যাচ নিয়ে কথা বলতে হয়েছে।

সেখানে স্কাই স্পোর্টসে জার্মানিতে এই ম্যাচ এবং নিজের কোচিং ক্যারিয়ার প্রসঙ্গে জিদানের উত্তর ছিল এমন, ‘আশা করি, মাদ্রিদ জিতবে। এটা ঠিক ম্যাচটি অনেক কঠিন হবে। আমি এই ম্যাচ দেখতে যাব। কোচ হওয়ার ইচ্ছা নেই।’

চলতি মৌসুমে সময়টা খুবই খারাপ কাটছে বায়ার্ন মিউনিখের। বুন্দেসলিগা জিততে ব্যর্থ হওয়া বাভারিয়ানদের সামনে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার পথটাও অনেক কঠিন। ঘরের মাঠে প্রথম লেগে রিয়ালের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা। দলের বাজে পারফরম্যান্সের কারণে চলতি বছরের শুরুতেই ক্লাব থেকে জানানো হয়েছে টুখেলের সঙ্গে চুক্তির মেয়াদ আর বাড়ানো হবে না। তখন থেকেই বেশ কয়েকজনের নাম চলে আসে।

জার্মান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রাল্ফ রাংনিকের সঙ্গে নাকি বায়ার্নের আলোচনা চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। এমন খবরের মধ্যেই বায়ার্নের ডাক ফিরিয়ে অস্ট্রিয়া জাতীয় দলের কোচ থাকার সিদ্ধান্ত নেন তিনি। এর সঙ্গে ইউরোপিয়ান ফুটবলে বিস্ময় জাগানো বায়ার লেভারকুজেনের কোচ জাভি আলোনসোকেও পেতে চেয়েছিল বায়ার্ন। কিন্তু লেভারকুজেনকে লিগ ট্রফি জেতানো আলোনসো না করে দেন।