শেষটা রাঙানোর আশায় টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
- আপডেট সময় : ১২:২৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪
- / 107
ওয়ানডেতে ধবলধোলাইয়ের পর টানা দুই হারে ইতোমধ্যে টি-টোয়েন্টি সিরিজও খুইয়েছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে আজ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস হেরে শুরুতে ফিল্ডিংয়ে নিগার সুলতানা জ্যোতিরা।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) টস জিতে ব্যাটিং নেয় অস্ট্রেলিয়া। দুপুর ১২টায় খেলাটি শুরু হয়। ১ ম্যাচ হাতে রেখে সিরিজ জয় ইতোমধ্যে নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট হাতে দারুণ করেছিল বাংলাদেশ। আগের তিন ওয়ানডেতে এক’শ পেরোতে না পারলেও টি-টোয়েন্টিতে এসেই ১২৭ রানের লক্ষ্য দেয়। তবে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে এই রান যে পর্যাপ্ত নয় তা বাংলাদেশ টের পেয়েছে ১০ উইকেটে হেরে।
দ্বিতীয় ম্যাচে ফাহিরা তৃষ্ণার দুর্দান্ত হ্যাটট্রিকের পরও অস্ট্রেলিয়া ১৬২ রানের চ্যালেঞ্জ ছুড়ে। বাংলাদেশ তাড়া করতে নেমে ১০৩ রানে অলআউট হয়। এই ম্যাচে কী হয় এখন সেটাই দেখার।
নিউজটি শেয়ার করুন