প্রথম দল হিসেবে বিদায় মুম্বাই ইন্ডিয়ান্সের
- আপডেট সময় : ১২:৩৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪
- / 79
নিজেদের মাঠে লখনৌ সুপার জায়ান্টসের বোলারদের ওপর তাণ্ডব চালালেন সানরাইজার্স হায়দরাবাদের দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। ১৬৬ রানোর টার্গেটে ব্যাট করতে নেমে স্রেফ ৫৮ বলেই (৯.৪ ওভার) লক্ষ্য পেরিয়ে গেছে হায়দরাবাদ। উইকেটের পতন হয়নি একটিও। হায়দরাবাদের বিপক্ষে লখনৌয়ের হারে কপাল পুড়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের। প্রথম দল হিসেবে চলতি আইপিএল থেকে বিদায় নিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।
যে মাঠে আগে ব্যাট করতে নেমে টেনেটুনে ১৬৬ রানে থামতে হয়েছে লখনৌকে। ইনিংস শেষে লখনৌয়ের আয়ুষ বাদোনি বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই বলে ফেলেছিলেন, এই পিচে লড়াই করার জন্য যথেষ্ট রান তুলেছে তার দল। কিন্তু বাদোনিকে ভুল প্রমাণ করে দেন অভিষেক ও ট্রাভিস হেড।
হায়দরাবাদের এই দুই ওপেনার লখনৌকে রীতিমতো ধ্বংস করে দেন। হেড অপরাজিত ছিলেন ৩০ বলে ৮৯ রানে। ৮টি ছক্কা ও সমান সংখ্যক চার হাঁকিয়েছেন তিনি। এ ছাড়া আরেক ওপেনার অভিষেক শর্মা ৮ চার ও ৬ ছক্কার মারে ২৮ বলে ৭৫ রানে অপরাজিত ছিলেন।
লখনৌকে হারিয়ে ১২ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট হয়েছে প্যাট কামিন্সদের। আইপিএলের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা কলকাতা নাইট রাইডার্সের পয়েন্ট ১৬। দ্বিতীয় স্থানে থাকা রাজস্থান রয়্যালসের পয়েন্টও ১৬। তিনে আছে হায়দরাবাদ।
চারে চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিংহ ধোনিদের পয়েন্ট ১২। পাঁচ নম্বরে থাকা লখনৌ সুপার জায়ান্টসের পয়েন্টও ১২। ছ’নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটালস। ঋষভ পন্তদের পয়েন্টও ১২। মুম্বইা ইন্ডিয়ান্স রয়েছে নবম স্থানে। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ৮।
হার্দিক পান্ডিয়াদের বাকি আছে আর দুই ম্যাচ। সেই দু’টি ম্যাচ জিতলেও সর্বাধিক ১২ পয়েন্ট হবে তাদের। ইতোমধ্যে তিনটি দলের পয়েন্ট তাদের থেকে বেশি। আগামী মঙ্গলবার দিল্লি বনাম লখনৌয়ের খেলা। সেই ম্যাচে যে দল জিতবে তাদের ১৪ পয়েন্ট হয়ে যাবে। যদি খেলা কোনো কারণে ভেস্তে যায় তাহলেও ১৩ পয়েন্ট হবে তাদের। মুম্বাই কোনোভাবেই ১২ পয়েন্টের বেশি পাবে না।
অর্থাৎ, গতকালকের ম্যাচের পরই মুম্বাইয়ের প্লে-অফের আশা শেষ হয়ে গেল। তাদের পরের দু’টি ম্যাচ নিয়মরক্ষার। আরও একবার খালি হাতে ফিরতে হচ্ছে পাঁচবারের আইপিএলে চ্যাম্পিয়নদের। রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়ার কাঁধে নেতৃত্ব দিয়ে আসরজুড়েই অস্বস্তিতে ছিল মুম্বাই। মাঠের লড়াইয়েও যার ছাপ দেখা গেছে।
নিউজটি শেয়ার করুন