মেসি গোল না পেলেও জয় নিয়েই মাঠ ছেড়েছে মায়ামি
- আপডেট সময় : ০৩:০৩:১১ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪
- / 51
গোলহীন একটি ম্যাচ কাটালেন লিওনেল মেসি। গোলে অবদানও (অ্যাসিস্ট) রাখতে পারেননি আর্জেন্টাইন তারকা। মেসি গোল না পেলেও জয় নিয়েই মাঠ ছেড়েছে ইন্টার মায়ামি। দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ডেভিড বেকহ্যামের ৩-২ ব্যবধানে হারিয়েছে সিএফ মন্ট্রিয়লকে।
মন্ট্রিলের মাঠে ইন্টার মায়ামির জয়ে একবার করে লক্ষ্যভেদ করেছেন ম্যাটিয়াস রোহাস, উরুগুইয়ান ফরোয়ার্ড লুই সুয়ারেস এবং বেঞ্জামিন ক্রেমাশ্চি। এ জয়ে মেজর লিগ সকারে ইস্টার্ন কনফারেন্সে শীর্ষস্থান ধরে রেখেছে ইন্টার মায়ামি। দুই কনফারেন্স মিলিয়েও অবশ্য শীর্ষ নামটি মায়ামির। ১৩ ম্যাচে ৮ জয়ে মেসির দলের পয়েন্ট ২৭।
এক ম্যাচ কম খেলে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে সিনসিনাটি।
মন্ট্রিয়লের মাঠে শুরুটা একদম ভালো হয়নি মায়ামির। খেলার অর্ধঘণ্টা পরেই ২-০ গোলে পিছিয়ে পড়ে জেরার্দো তাতা মার্তিনোর দল। খেলার ২২ মিনিটে ব্রাইস ডিউকের গোলে এগিয়ে যায় মন্ট্রিয়ল।
দশ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন জুলেস অ্যান্থনি ভিলসেইন্ট। দুই গোল হজম করার পর যেন জেগে উঠে মায়ামি। মন্ট্রিয়লের গোলমুখে আক্রমণ শাণাতে থাকে একেরপর এক। কাঙ্খিত গোলও পেয়ে যায় তারা।
৪৪ মিনিটে ম্যাটিয়াস রোহাসের গোলে ব্যবধান কমায় মায়ামি।
ত্রিশ গজ দূর থেকে নেওয়া ফ্রি কিকে গোল করেন রোহাস। লিওনেল মেসি মাঠের বাইরে থাকায় মায়ামির হয়ে ফ্রি কেক নিয়েছিলেন রোহাস। বিরতির আগে সমতাও ফেরায় মায়ামি। এবারের গোলদাতা লুই সুয়ারেস। চলতি মেজর লিগ সকারে উরুগুয়ে ফরোয়ার্ডের এটা একাদশ গোল। লিওনেল মেসির চেয়ে যা একটা বেশি।
২-২ এ সমতায় থেকে প্রথমার্ধের খেলা শেষ করে ইন্টার মায়ামি। দ্বিতীয়ার্ধে তারা প্রথমবার ম্যাচে এগিয়ে যায়। ৫৯ মিনিটে মায়ামির হয়ে তৃতীয় গোল করেন বেঞ্জামিন ক্রেমাশ্চি। এরপর আর কোনো দল গোল করতে পারেনি। দুই গোলে পিছিয়ে পড়েও ৩-২ ব্যবধানে দারুণ জয় নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মায়ামি। ইএসপিএন
নিউজটি শেয়ার করুন