ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

 

মাঠে না নেমেই গুজরাটের বিদায়, প্লে-অফে কলকাতা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৩৯:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪
  • / 78
ডেইলি আর্থ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

প্লে-অফে খেলার যে ক্ষীণ প্রদীপ জ্বলছিল গুজরাট টাইটানসের; বৃষ্টির ঝাপটায় সেই প্রদীপটি ধপ করে নিভে গেছে। গতকাল সোমবার রাতে গুজরাটের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ম্যাচে একটি বলও মাঠে গড়াতে দেয়নি বৃষ্টি। ফলে পয়েন্ট ভাগাভাগিতেই হয় ম্যাচের সমাধান।

বৃষ্টির কারণে গুজরাটের স্বপ্নভঙ্গ হলেও সুবিধা হয়েছে কলকাতার। ১ পয়েন্ট পাওয়ার সুবাদে লিগ পর্বে সেরা দুইয়ে থেকে প্লে-অফ নিশ্চিত হয়ে গেছে তাদের। ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে এখন টেবিলের শীর্ষে আছে কলকাতা।

লিগ পর্বের শেষ পর্যন্ত কেবল কলকাতাকে পেছনে ফেলার সুযোগ আছে রাজস্থান রয়্যালসের। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে তারা। রাজস্থানের এখনো দুই ম্যাচ বাকি আছে। তারা যদি দুটি ম্যাচই জিততে পারে তাহলে তাদের পয়েন্ট হবে ২০। আর কলকাতা যদি তাদের বাকি এক ম্যাচ হেরে যায়, তাহলে তাদের পয়েন্ট ১৯ ই থেকে যাবে। সেক্ষেত্রে কলকাতা থেকে এক পয়েন্ট বেশি শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করতে পারবে রাজস্থান।

অপরদিকে প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না গুজরাটের। কিন্তু শুবমান গিলের দল মাত্র ১ পয়েন্ট পাওয়ার কারণে তাদের প্লে-অফের খেলার স্বপ্ন ভেঙে যায়।

১৩ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে আছে গুজরাট। অপরদিকে টেবিলে সেরা চার দলের প্রত্যেকের পয়েন্ট কমপক্ষে ১৪ করে আছে। যে কারণে গুজরাট তাদের শেষ ম্যাচটি জিতলেও সেরা চারে যাওয়ার কোনো সুযোগ নেই।

 

নিউজটি শেয়ার করুন

 

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

 

ট্যাগস :

 

 

মাঠে না নেমেই গুজরাটের বিদায়, প্লে-অফে কলকাতা

আপডেট সময় : ০৯:৩৯:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪

 

প্লে-অফে খেলার যে ক্ষীণ প্রদীপ জ্বলছিল গুজরাট টাইটানসের; বৃষ্টির ঝাপটায় সেই প্রদীপটি ধপ করে নিভে গেছে। গতকাল সোমবার রাতে গুজরাটের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ম্যাচে একটি বলও মাঠে গড়াতে দেয়নি বৃষ্টি। ফলে পয়েন্ট ভাগাভাগিতেই হয় ম্যাচের সমাধান।

বৃষ্টির কারণে গুজরাটের স্বপ্নভঙ্গ হলেও সুবিধা হয়েছে কলকাতার। ১ পয়েন্ট পাওয়ার সুবাদে লিগ পর্বে সেরা দুইয়ে থেকে প্লে-অফ নিশ্চিত হয়ে গেছে তাদের। ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে এখন টেবিলের শীর্ষে আছে কলকাতা।

লিগ পর্বের শেষ পর্যন্ত কেবল কলকাতাকে পেছনে ফেলার সুযোগ আছে রাজস্থান রয়্যালসের। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে তারা। রাজস্থানের এখনো দুই ম্যাচ বাকি আছে। তারা যদি দুটি ম্যাচই জিততে পারে তাহলে তাদের পয়েন্ট হবে ২০। আর কলকাতা যদি তাদের বাকি এক ম্যাচ হেরে যায়, তাহলে তাদের পয়েন্ট ১৯ ই থেকে যাবে। সেক্ষেত্রে কলকাতা থেকে এক পয়েন্ট বেশি শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করতে পারবে রাজস্থান।

অপরদিকে প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না গুজরাটের। কিন্তু শুবমান গিলের দল মাত্র ১ পয়েন্ট পাওয়ার কারণে তাদের প্লে-অফের খেলার স্বপ্ন ভেঙে যায়।

১৩ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে আছে গুজরাট। অপরদিকে টেবিলে সেরা চার দলের প্রত্যেকের পয়েন্ট কমপক্ষে ১৪ করে আছে। যে কারণে গুজরাট তাদের শেষ ম্যাচটি জিতলেও সেরা চারে যাওয়ার কোনো সুযোগ নেই।