প্রিমিয়ার লিগের সেরা কোচ হলেন গার্দিওলা
- আপডেট সময় : ০৪:১০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪
- / 61
আর্সেনালকে টপকে ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। লিগের ইতিহাসে একমাত্র দল হিসেবে টানা চতুর্থবারের মতো লিগ শিরোপা জিতল দলটি। এমন সাফল্য এসেছে যার হাত ধরে, সেই পেপ গার্দিওলা নিজের স্বীকৃতি পেয়ে গেছেন। টানা দ্বিতীয়বারের মতো প্রিমিয়ার লিগের মৌসুমের সেরা কোচের খেতাব জিতলেন সিটিজেন বস।
সেরার স্বীকৃতি পেয়ে ৫৩ বছর বয়সী এই স্প্যানিশ কোচ উচ্ছ্বসিত, ‘টানা চারটি লিগ জয় আমার ক্যারিয়ারের সবচেয়ে গৌরবময় অর্জন। এটা বিশ্বের সবচেয়ে কঠিন লিগ এবং আমাদের প্রতিদ্বন্দ্বীরা অবিশ্বাস্য ফুটবল খেলেছে। অসাধারণ এক দল ফুটবলার ও দারুণ কয়েক সাপোর্ট স্টাফের সঙ্গে দিনের পর দিন কাজ করতে পেরে আমি দারুণ গর্বিত। সব বিভাগেই এই ক্লাবের মানুষগুলোর কঠোর পরিশ্রম ও উৎকর্ষই ফুটে উঠছে আমার এই স্বীকৃতিতে।
২০১৬ সালে চুক্তিবদ্ধ হওয়ার পর ম্যানসিটিকে মোট ছয়বার প্রিমিয়ার লিগের শিরোপা জিতিয়েছেন গার্দিওলা। বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় সফল কোচ তিনি। সেরার লড়াইয়ে সর্বোচ্চ ১১ বার মৌসুমসেরা কোচের স্বীকৃতি জিতেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন।
নিউজটি শেয়ার করুন